প্রিন্ট নারায়ণগঞ্জঃ কোভিড প্রতিষেধক গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান নারায়ণগঞ্জে শুরু হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে এ টিকা প্রদান শুরু হয়। গত মাসে যারা প্রথম ডোজ নিয়েছিলেন তাদেরকে নির্ধারিত তারিখ অনুযায়ী দ্বিতীয় ডোজ নিতে দেখা যায়। সবগুলো কেন্দ্রেই ছিল এদিন ভিড়। তবে প্রথম ডোজের মত ছিল না তেমন হুড়োহুড়ি।
সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও পুলিশ সুপার জায়েদুল আলম সহ প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
ওই সময়ে জেলা প্রশাসক বলেন, আমাদের প্রত্যাশা আগামী তিনদিনের মধ্যে সিটি কর্পোরেশন এলাকা এবং নারায়ণগঞ্জের সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভাতে পৌনে এক লক্ষ মানুষকে টিকা দিয়ে গণটিকা কর্মসূচী সুন্দরভাবে সম্পন্ন করবো। আমাদের প্রত্যাশা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে নারায়ণগঞ্জে সকল লোককেই টিকাদান কর্মসূচির মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা করবো।’