শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন

যথাযোগ্য মর্যাদায় পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা, পুরষ্কার বিতরনী,সাংস্কৃতিক অনুষ্ঠান,কবিতা আবৃতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে পতকা উত্তোলনের মধ্যদিয়ে স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মো.আমাজাদ হোসেনের সভাতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র স্কুলের আজীবন দাতা সদস্য ও সভাপতি মোহাম্মদ নাজির হোসেন।

প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিয়ে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে, প্রথমেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন,‘জাতির পিতা না থাকলে আমরা কখনো স্বাধীনতা পেতাম না। তাঁর নেতৃত্বেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অবদান এত যে বাংলাদেশের নাম বঙ্গবন্ধু রাখলেও তাঁর ঋণ কখনো শোধ হতো না। আজ স্বাধিনতার পঞ্চাশ বছর পূর্তিতে এসে আমরা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা হাতধরে একটি স্বনির্ভর বাংলাদেশ পেয়েছি এবং সোনার বাংলা গড়ার লক্ষে তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।

এসময় আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী শিক্ষক মো.ফাহিম আলী, আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের সভাপতি মো.সোহারব ভূইয়া,সহ সভাপতি আবু তাহের জাহাঙ্গীর ,বক্তাবলী পল্লী উন্নয়ণ সমিতির প্রধান উপদেষ্টা মো.ইমতিয়াজ আহমেদ, তুহিন হাসান মামুন,মো.জাহাঙ্গীর হোসেন, সভাপতি আলহাজ্ব মোকশেদ আলী।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: