শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন

না’গঞ্জে নারী ও শিশু হত্যা বৃদ্ধির কারণে মহিলা পরিষদের উদ্বেগ প্রকাশ ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে বিবৃতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ১৪১ বার পড়া হয়েছে
নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জে সাম্প্রতিক সময়ে নারী ও শিশু হত্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার উদ্বেগ প্রকাশ ও আসামীদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছেন।
বৃহস্পতিবার (০৩ মার্চ) বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি বীর নারী মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী স্বাক্ষরিত লিখিত বিবৃতিতে জানান- সাম্প্রতিক সময়ে গত ১৫ দিনের মধ্যে নারায়ণগঞ্জ জেলায় নারী ও শিশু হত্যা বৃদ্ধি পেয়েছে।
যেমন সিদ্ধিরগঞ্জে কলি হত্যা, পশ্চিম দেওভোগ আদর্শনগরে গৃহবধৃ তানজিনা বেগমকে ছয় টুকরা করে হত্যা, নিতাইগঞ্জ ডাইলপট্টিতে মা রুমা চক্রবর্তী ও মেয়ে ঋতু চক্রবর্তীকে ছুরিকাঘাতে হত্যা, ফতুল্লার এনায়েতনগরে গৃহবধূ রাবেয়া বেগমকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়। আরেক নির্মম কাহিনী ফতুল্লায় যৌতুক না পেয়ে পাষণ্ড স্বামী রফিক কর্তৃক স্ত্রীর হাতের কব্জি কেটে দেয়। শিশু ধর্ষণতো বেড়েই চলেছে।
বিবৃতিতে আরও জানান- কোন হত্যাকান্ড বা নির্যাতনের দ্রুত বিচার না হওয়ায় এমন ঘটনা বৃদ্ধি পেয়েই চলেছে। অনেক সময় আসামীদের গ্রেফতার করেও ছেড়ে দেয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে আসামী এলাকায় থাকা সত্বেও গ্রেফতার করা হচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। উদাহরণ হিসেবে বলা যায়, সিদ্ধিরগঞ্জের কলি হত্যার ময়নাতদন্তে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ মিললেও আসামী স্বপন প্রধানকে গ্রেফতার করা হচ্ছে না।
সরকার, প্রশাসন ও বিচার বিভাগের প্রতি বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার জোড় দাবী নারায়ণগঞ্জ সহ সারাদেশে এসব নির্মম হত্যাকান্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। তা না হলে এরকম পৈশাচিক কর্মকাণ্ড বাড়তেই থাকবে।
এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: