নিজস্ব প্রতিবেদক :জমজমাট আয়োজনে শেষ হয়েছে রামনগর হাজী গোলাম হোসেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সোমবার (২৮ মার্চ ) নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের রামনগর হাজী গোলাম হোসেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।
এ সময় বিশেষ অতিথি মো. জাহাঙ্গীর হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রামনগর হাজী গোলাম হোসেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো.আল-আমিন ইকবাল, রামনগর হাজী গোলাম হোসেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ সম্পাদক মো. ফকর উদ্দিন, সমাজ সেবক খন্দকার আব্দুল আওয়াল,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো.সলিম বেপারী,ফার্মাসিস্ট মো.শামীম,৩নং ওয়ার্ড মেম্বার মো.মহিউদ্দিন ভূইঁয়া, ৬নং ওয়ার্ত মেম্বার মো.রাসেল চৌধুরী, বিদ্যালয় উন্নয়ন কমিটির সদস্য মো. আল আমিন,উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো.ইকবাল হোসেন, ইউপি সদস্যা নূপুর আক্তার,পিংকি আক্তার, হাসনা বানু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। বিভিন্ন ক্রীড়া ও ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য দৌড় ও পিলো পাসিং প্রভৃতি।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় যেমন খুশি তেমন সাজো। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।