শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন

চেয়ারম্যান পদ হারাচ্ছেন জাকির -বাবুল -দেলোয়ার

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ১৪৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক নারায়ণগঞ্জের বারদী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলােয়ার হােসেন প্রধান ও আলীরটেক ইউপি চেয়ারম্যান জাকির হােসেনকে কারণ দর্শানাের (শােকজ) নােটিশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ‘বেফাঁস’ বক্তব্য দেয়ার অভিযােগে গত ২৭মার্চ তিন চেয়ারম্যানকে নােটিশ পাঠানাে হয়। নােটিশে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান।

নােটিশে বলা হয়েছে, অভিযুক্ত তিন চেয়ারম্যানের বিরুদ্ধে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বেফাঁস’ বক্তব্য দেয়ার অভিযােগ রয়েছে। এই অভিযােগের প্রেক্ষিতে স্থানীয়
সরকার (ইউনিয়ন পরিষদ)
আইন, ২০০৯ এর ধারা। ৩৪(8) বিধানে তাদের আইনানুগ ব্যবস্থা কেন নেওয়া হবে না তা ১০ কার্যদিবসের মধ্যে লিখিত দেওয়ার আদেশ দেওয়া হয়েছে ওই নােটিশে। এদিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ)আইন, ২০০৯ এর ধারা ৩৪(৪) অনুযায়ী অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে তার পদ থেকে অপসারণ বা বহিষ্কার করার বিধান রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি অভিযুক্ত তিন ইউপি চেয়ারম্যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে নিয়ে বেফাঁস’ বক্তব্য দিয়েছেন। বারদীর চেয়ারম্যান মাহবুবুর রহমান এক ওয়াজ মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, ক্ষমতা আমাকে দিয়েছে, আমি বারদীর ম্যাজিস্ট্রেট। মাননীয় প্রধানমন্ত্রী বারদীতে আসলেও আমার হুকুম লাগবে। এক অনুষ্ঠানে কলাগাছিয়ার চেয়ারম্যন শেখ মুজিবুর রহমানকে চিনি না’ বলে বক্তব্য দিয়েছেন। অন্যদিকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত আলীরটেক ইউপি চেয়ারম্যান
জাকির হােসাইন বলেন, ‘আমি নৌকার প্রতীক ছাড়া নির্বাচন করলে অনেক বেশি ভােটে
নির্বাচিত হতাম’।

তাদের এই বক্তব্যের প্রতিবাদে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা
আওয়ামী লীগ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: