বুধবার (১৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ব্রোজেন্দ্র নাথ সরকার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মোনতাজ উদ্দিন মর্তুজা।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি দুঃখ করে বলেন- শিক্ষকরা মানুষ গড়ার কারিগড়। আর মানুষ গড়ার কারিগড়দের আজ ম্যানেজিং কমিটির সদস্য দ্বারা শারীরিকভাবে লাঞ্চিত হতে হয়। মাহাবুবুর রহমানকে শারীরিকভাবে লাঞ্চিত করায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। এ-ই বর্বরতা কর্মকান্ডে ম্যানেজিং কমিটির সভাপতি বাবু চন্দন শীলকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এবং তার ভাবমূর্তি চরমভাবে বিনষ্ট করা হয়েছে।
স্থানীয় প্রশাসনকে অনতিবিলম্বে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ম্যানেজিং কমিটি থেকে উক্ত ষড়যন্ত্রকারীদের বাদ দেওয়ার জোড় দাবী জানান তিনি।
অনতিবিলম্বে দোষীদের তথা ম্যানেজিং কমিটির ঐ দুই সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে নারায়ণগঞ্জকে অচল করে দেওয়ার হুমকি প্রদান করেন শিক্ষকবৃন্দ। সেই সাথে কুলাঙ্গার ব’লে আখ্যায়িত করেছেন।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি বাবু ব্রোজেন্দ্র নাথ সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক এম. এ. গণি, সহ-সভাপতি মনি শংকর হালদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, মোঃ গিয়াস উদ্দিন, শিশির কুমার বালা, শাখাওয়াত হোসেন খোকন, এম. কবির ইউ চৌধুরী, সরোয়ার হোসেন, রফিকুল ইসলাম প্রমূখ।