সোমবার (১৬ মে) সামজুজ্জোহা স্পোটর্স কমপ্লেক্স মাঠে ইসমাঈশ বাবুল ক্রিকেট একাডেমীর বিরুদ্ধে ১২১ রানের নট আউট ইনিংস উপহার দেন প্রতিভাবান এই ক্রিকেটার।
প্রথম বিভাগ ক্রিকেটে ফাহিম’র এটা প্রথম সেঞ্চুরী। শীতলক্ষ্যা ক্লাবের লীগে এটি ৪র্থ ম্যাচ। ৪ ম্যাচে ফাহিমের মোট সংগ্রহ ১৭০ রান।
লীগ কমিটি সূত্র জানায়, ৫০ ওভারের সীমিত ম্যাচের প্রথমে ব্যাট করে শীতলক্ষ্যা ক্লাব ৩২৮ রানের বিশাল স্কোর সংগ্রহ করে। জবাবে ইসমাঈল বাবুল ক্রিকেট একাডেমী ২১৬ রানে গিয়ে আটকে যায়। ১১২ রানের বিশাল ব্যবধানে জয় পায় শীতলক্ষ্যা ক্লাব।
সেঞ্চুরী প্রসঙ্গে ফাহিম বলেন- আলহামদুল্লিাহ, প্রত্যেক খেলোয়ারের স্বপ্ন থাকে সেঞ্চুরী। সেটা এসে গেলো। বড় পরিসরে সুযোগ পেলে নিজেকে মেলে ধরার ইচ্ছে আছে। সামনে আরও বড় ইনিংস খেলতে চাই।
প্রতিভাবান ক্রিকেটার ফাহিম প্রথমবার শীতলক্ষ্যা ক্লাবের হয়ে খেলছেন। অতীতেও দ্বিতীয় বিভাগে তার উল্লেখযোগ্য বেশ কিছু অর্জন রয়েছে। ফাহিম কাশীপুর এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে।