অনলাইন ডেস্ক:নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি চন্দ্রন শীল।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি.এম. আরাফাত।
এদিকে নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে দলের মনোনয়ন বোর্ডের কাছে আবেদন করেছিলেন আওয়ামী লীগের ১০ জন নেতা। মনোনয়ন জমা দেওয়া সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ছিলেন- জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত শহীদ বাদল, সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, আরজু ভূইয়া, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, সহ-সভাপতি চন্দ্রন শীল, শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার, সিদ্দিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান, নারী ও শিশু নির্যাতন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাড. রকিবউদ্দিন আহমেদ।
গত ২৩ আগস্ট নির্বাচন কমিশন নারায়ণগঞ্জসহ ৬১ জেলা পরিষদ ভোটের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতিক বরাদ্ধ ২৬ সেপ্টেম্বর।