নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছোসেবক লীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সভাপতি পদপ্রার্থী মোঃ সোহাগ’র বিরুদ্ধে যে অপপ্রচারের অভিযোগ উঠেছে তা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেন দলীয় নেতৃবৃন্দ। বন্দর কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃনমূল নেতৃবৃন্দ এমন কথাই জানিয়েছেন।
শনিবার (০৮ অক্টোবর) সন্ধ্যায় কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ. কে. এম. ইব্রাহিম কাশেম এক প্রতিক্রিয়ায় জানান- স্বেচ্ছাসেবক লীগের উদিয়মান নেতা সোহাগ বিএনপি ও জামায়াত জোটের আক্রশের শিকার। তার রাজনিতী কেরিয়া ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে একটি স্থানীয় গনমাধ্যমে মাদক ব্যবসায়ী ও জূয়ারী আখ্য দিয়ে এ অপপ্রচার চালায়।
এ প্রসঙ্গে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি আমির হোসেন জানান- সোহাগ আওয়ামী পরিবারের সন্তান। তার বাবা চাচারা স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ রাজনিতীর সাথে জড়িত। সোহাগ জুয়ারী ও মাদক ব্যবসায়ী এ প্রমান কেউ দিতে পারবে না। তাকে সামাজিকভাবে সম্মান নষ্ট করার জন্য অপপ্রচারকারী দল বিভিন্নভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি এ অপপ্রচারের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
এ বিষয়ে বন্দর উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ নেতা আব্দুল্লাহ বাবু জানান- আমার পরিবার স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ রাজনিতীর সাথে জড়িত। আমার ভাতিজা সোহাগ কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী। ২/১ দিনের মধ্যে কমিটির নাম ঘোষণা করা হবে। এই কথা জানতে পেরে আমার প্রতিপক্ষ আমার ভাতিজা সোহাগ’র বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে।
এ ব্যাপারে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী সোহাগ জানান- আমি জামায়াত শিবিরের দোসরদের ষড়যন্ত্রের শিকার। বিএনপি ঘেষা কিছু লোক আমার পদ পদবীতে বাঁধাগ্রস্থ করার জন্য গনমাধ্যমের কাছে মিথ্যা তথ্য দিয়ে আমাকে মাদক ব্যবসায়ী বানানোর চেষ্টা করছে। আপনারা বন্দর থানায় কিংবা আমাদের এলাকায় এসে আামার ব্যাপারে খোঁজ খবর নিন। আমি মাদক ব্যবসায়ী কিংবা মাদক সেবী হলে বন্দর থানায় আমার নামে মামলা থাকত। আমি ভালো একটি পদে যাচ্ছি। সে কারণে আমার প্রতিপক্ষ একটি কুচক্রী মহলকে সাথে নিয়ে রাজনৈতিকভাবে আমার সুনাম ক্ষুন্ন করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
এ অপপ্রচারের বিরুদ্ধে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই।