নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ মহানগরীর চাষাঢ়া রামবাবুর পুকুর পারস্থ রূপান্তর লিভিং এর কার্যালয়ে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ (বি ডাব্লিউ সি এন) এর নিয়মিত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) শরতের বৃষ্টি স্নাত বিকেলে উক্ত সাহিত্য আড্ডায় নির্ধারিত প্রবন্ধ জীবনান্দ দাশের কবিতা গ্রন্থের ২য় অংশ রবীন্দ্রনাথ ও আধুনিক বাংলা কবিতা পাঠ করেন ছড়াকার ইকবাল হোসেন রোমেছ।
কথাসাহিত্যিক ফরিদুল মাইয়ান’র সঞ্চালনায় সাহিত্য আড্ডায় সকলে স্বরচিত কবিতা পাঠ করেন। এবং আসন্ন ৩১ ডিসেম্বর “আন্তর্জাতিক লেখক দিবস ২২”সফলভাবে উদযাপন করতে সকলে মুক্তমত প্রকাশ করেন।
বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু’র সভাপতিত্বে সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা আল-আশরাফ বিন্দু, চিত্রকর শাহ্ আলম, কবি মোঃ আবুল কাসেম, কবি মোঃ নুর ইসলাম বাদল, কবি সামিয়া ইসলাম, ফটো সাংবাদিক মোঃ সাদ্দাম হোসেন মীর্জা (ওয়ারদে) মোঃ কামরুজ্জামান মন্টু প্রমূখ।
সাহিত্য আড্ডা শেষে রূপান্তর লিভিং লিমিটেডের সৌজন্যে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর আহবায়ক কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক হীরা’র পিতা সামসুল হক’র ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া করা হয়।
Like this:
Like Loading...