নিজস্ব প্রতিবেদক :নারায়ণগঞ্জ বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে বলে ২ ইউপি সদস্য জানিয়েছে।
শনিবার (১২নভেম্বর) রাতে শীতলক্ষ্যা সেতুর পুর্বপাড়ে এ ঘটনা ঘটে।নিহতরা হল সিমন(২১) ও নাঈম(২০) ।
সিমন সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের আবু সালেহ আহমেদার ছেলে।তার মা গোগনগর ইউনিয়ন পরিষদের ৭.৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নিলুফা বেগম। নাঈম হোসেন দ্বীপ শহরের গলাচিপা এলাকার স্বাধীন মিয়ার ছেলে।
গোগনগর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য সৈকত হোসেন বাংলা ট্রিবিউন জানান দুই যুবক মোটরসাইকেল দিয়ে শীতলক্ষ্যা সেতু পাড় হচ্ছিল।এমন সময় নিয়ন্ত্রণ। হারিয়ে সেতুর ব্যরিকেডে ধাক্কা দেয়।ঘটনাস্থলে সিমন মারা যান।তার ব্ন্দ্ধু নাঈমকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে চিকিৎসাধীন অবস্হায় মারা যায়।
গোগনগর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলামও নাঈমের মৃত্যের বেষয়টি নিশ্চিত করেছে।
তবে নারাযণগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) সাঈদুজ্জামান জানান সেতুতে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে জানতে পেরেছি।আরেকজন হাসপাতালে ভর্তি করা হয়েছে জানতে পেরেছি।তবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত জানতে পারেনি।