সোমবার ( ১৯ ডিসেম্বর ) সকালে নারায়ণগঞ্জ জেলা গণগ্রন্থাগার অডিটোরিয়ামে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজনে সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর মাননীয় চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।সাংবাদিকদের মানোন্নয়নে সহায়ক পরিবেশ তৈরীতে কাজ করছে প্রেস কাউন্সিল। পেশাদার সাংবাদিকদের প্রেস কাউন্সিলের ২৫টি আচরণবিধি ও নীতিমালা রয়েছে ।বাংলাদেশ প্রেস কাউন্সিল বঙ্গবন্ধু ১৯৭৪ সালে ১৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেছেন। আমরা মনে করি, সত্য ও বস্তুনিষ্ঠ খবর প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে। কেননা বঙ্গবন্ধু সাংবাদিকদের অনেক উঁচু স্থানের মানুষ মনে করতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন। এটার প্রমাণ হচ্ছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। সাহস নিয়ে লিখতে হবে। কারণ সাহস না থাকলে কোনো যুদ্ধেই সফল হওয়া যায় না৷ মনে রাখতে হবে কলমের চেয়ে শক্তিশালী কিছু নেই। দূর্নীতি বেশি হলেও তাই বলে এজন্য সবাই দায়ী নয়। গুটি কয়েক মানুষের কাছে হার মানা যাবে না। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আপসহীন থাকতে হবে। থাকতে হবে গণতন্ত্র ও শান্তির পক্ষে। এ জন্য প্রয়োজনে জনমত গড়ে তুলতে হবে।
নারায়ণগঞ্জ স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনএর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা,
বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সদস্য এম জি কিবরিয়া চৌধুরী, ড. উৎপল কুমার সরকার, , ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর চেয়ারম্যান এস এম মোরশেদ; মহাসচিব এস এম হানিফ, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান দিপু।
এফবিজেও এর অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ সচিব ও নবজাগরন পত্রিকার সম্পাদক মোঃ আবু তাহের পাটোয়ারী, ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, প্রেস কাউন্সিল এর শাখাওয়াত হোসেন, দৈনিক এ সময়ের কন্ঠ পত্রিকার সম্পাদক এম এম তোহা সহ প্রমুখ।
এ সময় নারায়ণগঞ্জের বিভিন্ন গণমাধ্যমব্যক্তিদের উপস্থিত ছিলেন সাংবাদিক রণজিৎ মোদক, নূরু মিয়া,দিপক ভৌমিক, ইয়াদি মাহমুদ, তোফাজ্জল হোসেন,মহিউদ্দীন সিদ্দিকী ,রমজান বিন মোজাম্মেল, সাব্বির আহম্মেদ সেন্টু,মোঃশফিকুল ইসলাম আরজু,তৌকির আহমেদ রাসেল, আব্দুল রহিম,মোখলেসুর রহমান তোতা,কাজী আনিসুল হক হীরা, আব্দুল্লাহ আল মামুন,আজমির,সোহেল মিয়া , জিকে রাসেল,মিকাইল ইসলাম রাজ,সাজ্জাদ হোসেন খোকন,আনোয়ার, আসলাম,অপু রহমান, রতন,মিঠুন,নয়ন,সবুজ,নাছরিন,পপি আক্তার,শহিদ,ইমরান,মোঃ ওয়ারদে রহমান, জুম্মন সোহেল, টিটু,সেলিম,মশিউর, হৃদয়,সোনালি,রাব্বি, কুমকুম প্রমূখ।