শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন

ঝিমিয়ে পড়েছে না’গঞ্জ জেলা ও মহানগর যুব সংহতির রাজনীতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৪৬ বার পড়া হয়েছে
নিজস্ব সংবাদদাতা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো যখন সরকার পতনের আন্দোলনের জন্য মরিয়া সেদিক দিয়ে জাতীয় পার্টি বাংলাদেশে প্রধান বিরোধী দল হলেও নারায়ণগঞ্জে অত্যন্ত শক্তিশালী অবস্থানে পূর্ব থেকে অবস্থান করে আসছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টি রাজপথে কিছুটা শক্তিশালী হলেও সেদিক দিয়ে তাদের অঙ্গ সংগঠনগুলোর মধ্যে রাজপথে তেমন একটা সক্রিয় ভুমিকা দেখা যায় না৷ নারায়ণগঞ্জ জাতীয় পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি গঠনের প্রাক্কালে অনেকটা শক্তিশালী ভূমিকা পালন করেছিল রাজপথের সংগ্রামে। তবে  নারায়ণগঞ্জে যুব সংহতির কমিটি হওয়ার পরপরই তাদের সেই শক্তিশালী কার্যক্রম অনেকটা ঝিমিয়ে পড়েছে। তাদেরকে এখন সরকার বিরোধী কোন আন্দোলন কিংবা অন্য কোন ধরনের আন্দোলনে তেমন একটা মাঠে দেখা যায় না।

এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুব সংহতির আহবায়ক রিপন ভাওয়ালকে মুঠোফোন কল দিলে তিনি জানান, আমি একটি বিশেষ কাজে কিছুটা ব্যস্ত আছি, তুমি সামনে এসে সাক্ষাৎকার নিও সেখানে কথা বলবো।

মহানগর যুব সংহতির সদস্য সচিব মাহমুদুল হাসান জনি জানান- আমি পারিবারিক কারণে কিছুটা রাজনীতি থেকে দূরে রয়েছি তবে জেলা ও মহানগর মিলে আমরা এককভাবে এখনও রাজনীতি চালিয়ে যাচ্ছি সেই সাথে প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান’র সহধর্মনি পারভিন ওসমানের নেতৃত্বে রাজপথে আছি এবং সামনে থাকবো। এছাড়াও মহানগরে নতুন কমিটি আসছে তখন আন্দোলন আরও সক্রিয় ভাবে পালন করা যাবে।

বন্দর উপজেলা যুব সংহতির সভাপতি আশরাফুল ইসলাম জানান- নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য দানবীর জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ. কে. এম. সেলিম ওসমান’র নেতৃত্বে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।
এছাড়াও আমাদের জেলা যুব সংহতির সভাপতি রিপন ভাওয়াল অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ তার নেতৃত্বে আমরা বন্দর উপজেলা যুব সংহতি জাতীয় কর্মসূচী সহ এই জেলাতেই রাজপথে বিভিন্ন আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছি তা আপনারা বিভিন্ন পত্র-পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টাল ঘাটলেই পাবেন৷
নারায়ণগঞ্জ সদর উপজেলা যুব সংহতির সভাপতি আনোয়ার হোসেন জানান- ভাই আমি সিনিয়রদের অনুমতি ছাড়া কোন বক্তব্য দিতে পারবো না আমার এখানে চায়ের দাওয়াত রইলো আসবেন৷
সোনারগাঁও উপজেলা যুব সংহতির আহ্বায়ক কাজী লিটুকে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: