শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন

নানা আয়োজনে দৈনিক ইয়াদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৪৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করা হলো নারায়ণগঞ্জের জনপ্রিয় দৈনিক ইয়াদ পত্রিকার ১৪ তম প্রতিষ্ঠান বার্ষিকী।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলার সিনামন রেস্টুরেন্টে সোমবার (২ জানুয়ারি) সাড়ে ১০টা থেকে অনুষ্ঠান শুরু হয়।চলে দুপুর ২টা পর্যন্ত।

সকাল থেকে শুরু হয় আলোচনা সভা। ফাঁকে ফাঁকে চলে কবিতা আবৃত্তি, গান। দুপুরে প্রতিভোজ শেষে অনুষ্ঠানে অংশ নেওয়া সকল সাংবাদিকদের নিয়ে র্যাফেল ড্র করা হয়।

দৈনিক ইয়াদের সম্পাদক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবদী দীঘলদির শ্রী শ্রী লোকনাথ ব্রাহ্মচারী মন্দিরের প্রতিষ্ঠাতা ও নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দীপক সাহা।

২০০৮ সালের ৩১ ডিসেম্বর দৈনিক ইয়াদের প্রকাশনার দায়িত্ব ভার গ্রহণ করেন তোফাজ্জল হোসেন। পত্রিকাটির ১৪ বছরে অনেক বাঁধা-বিপত্তি, মামলা, হয়রানি সহ হুমকি ধামকির শিকার হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি দিপক সাহা পত্রিকার সুদিন কামনা করেন।

সম্পাদক তোফাজ্জল হোসেন প্রকাশনার ১৪ বছরের স্মৃতি চারণ করে বলেন, আমার উপর হামলা হয়েছে, মামলা হয়েছে, নির্যাতনের শিকার হয়েছি। তারপরেও তথ্য প্রদানকারীর নাম প্রকাশ করিনি। আপনারা আমাদেরকে তথ্য, লেখা ও সংবাদ দিয়ে সহযোগীতা করুন। আমরা তথ্য যাচাই করে সঠিক হলে প্রচার করবো। সেটা যার বিরুদ্ধেই হোক না কেন। তথ্য দাতার নামও প্রকাশ করবো না।

পত্রিকার বার্তা সম্পাদক নাসরিন আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি এমএ খান মিঠু, নিউজ ২৪ চ্যানেলের স্টাফ রিপোর্টার আহসান সাদিক শাওন, দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক মো. হারুন অর রশিদ চৌধুরী স্বপন, অগ্রবানী প্রতিদিন পত্রিকার সম্পাদক স্বপন পোদ্দার, নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, টাইমস্ নারায়ণগঞ্জ এর নির্বাহী সম্পাদক মোস্তাক আহমেদ শাওন, লাইভ নারায়ণগঞ্জ এর স্টাফ রিপোর্টার গোলাম রাব্বি প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: