শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন

পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর বঙ্গবন্ধু সাফারি পার্কে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :’প্রকৃ‌তির টা‌নে, মি‌লিত হই প্রা‌ণে প্রা‌ণে‌’ এ স্লোগানকে ধারণ ক‌রে বার্ষিক শিক্ষা সফ‌র ২০২৩ এর আয়োজন ক‌রে‌ছে নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলীর পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়।

প্রায় অর্থ শতা‌ধিক শিক্ষার্থী ও শিক্ষকদের উপ‌স্থি‌তিতে এ শিক্ষাসফরের মূল ভেন‌্যু ছিল গাজীপু‌রের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক। দিনব‌্যাপী এ শিক্ষাসফ‌র কর্মসূ‌চি‌টি সোমবার সকা‌লে স্কুল মাঠ থে‌কে শুরু হ‌য়ে সাফা‌রি পার্কে নানা আয়োজ‌নে‌র মাধ‌্যমে শেষ হয়।

কর্মসূ‌চির ম‌ধ্যে ছিল শিক্ষার্থীদের বন‌্যপ্রাণী দেখা‌, পশু পা‌খি‌দের সা‌থে প‌রি‌চিত করা,বাংলা‌দে‌শের ঐ‌তিহ‌্য ও প্রাকৃ‌তিক প‌রি‌বে‌শের সা‌থে প‌রি‌চিত করার মাধ‌্যমে নি‌জে‌দের শেকর চেনানো। তাই দিন‌টি ছিল শিক্ষার্থী‌দের জন‌্য আনন্দঘন ও উপ‌ভোগ‌্য।

‌দিনব‌্যাপী শিক্ষা সফ‌রে পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের অধ‌্যক্ষ মো: আমজাদ হোসেনের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌ত‌ি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লের স্কুলের আজীবন দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ নাজির হোসেন।

এ বিষয়ে নাজির হোসেন বলেন, বার্ষিক শিক্ষা সফর শিক্ষাজীবনের একটা অংশ।প্রতিটি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি পরিবেশ,ঐতিহ্য, ইতিহাস সম্পর্কে জ্ঞান আহরণ জরুরি। করোনা পরবর্তী এই শিক্ষা সফরের পর আগামী দিনগুলোয় সব শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রস্তুতি থাকবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: