নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লার কাশিপুরে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) দুপুরে ডাঃ জামাল সংলগ্ন আওয়ামী লীগ অফিসে কাশিপুর তরুণ ছাএ সমাজের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বেপাড়ীবাড়ী একতা সংসদের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড.এস এম জাবের আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি ছিলেন আন্জুমান আরা সুইটি প্রোগ্রাম অফিসার,মহিলা বিষয়ক। অধিদপ্তর,নারায়ণগঞ্জ। ডাঃ কামরুজ্জামান সুজন,স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ,মিটফোর্ট হাসপাতাল।বাবুল কৃষ্ণ সাহা প্রধান শিক্ষক,কাশিপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।আলহাজ্ব ইব্রাহীম বেপারী সাধারণ সম্পাদক, নিতাইগঞ্জ গম চাউল আড়ৎদার মালিক সমিতি। হেলাল উদ্দিন বেপারী সহ সভাপতি বেপাড়ীবাড়ী একতা সংসদ।
সেলিম সারোয়ার সাধারণ সম্পাদক,বেপাড়ীবাড়ী একতা সংসদ।পলাশ চন্দ্র শীল প্রশাসনিক কর্মকর্তা, ঢাকা প্রগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল।প্রধান অতিথি তার বক্তব্য বলেন এখানে একসময় মাছের বাজার বাজার বসত ওইপাশে ছিল গম চাল ভাঙ্গার কল।আমি যখন বিশ্ববিদ্যালয় ভর্তি হই।আবাসিক হলে প্রথম রাত তাস খেলে কাটলাম পরদিন বড়ভাই এসে বললেন বিশ্ববিদ্যালয় কি তাস খেলার জন্য ভর্তি হয়েছ।তারপর থেকে অধ্যবদি আমি তাস খেলে পড়াশোনা করে দ্বিতীয় হয়নি প্রথম হয়ে এখন ওই বিশ্ববিদ্যালয় প্রফেসর হিসেবে শিক্ষকতা করছি।
সার্বিক পরিচালনায় ছিলেন রোকনউদ্দিন স্মৃতি শিক্ষা ফাউন্ডেশনের আজহার উদ্দিন ও বেপাড়ীবাড়ী একতা সংসদ ।
প্রায় ৫০০ জন ছাএছাএী মধ্য শিক্ষা উপকরণ খাতা কলমসহ বিভিন্ন উপকরণ বিতরন করা হয়।
উল্লেখ্য থাকে যে গত ২৪ ফেব্রুয়ারী কাশিপুর ইউনিয়ন বিএনপি অফিসে সামনে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় বলে জানা যায়।