শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন

একটি পরিবার ও গৃহহীন থাকবে না- ডিসি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃনারায়ণগঞ্জ জেলা প্রশাসক মন্জুরুল হাফিজ বলেছেন একটি পরিবার ও গৃহহীন থাকবে না।বঙ্গবন্দ্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের জন্য যে উদ্যোগ নিয়েছেন তা নিতান্তই প্রশংসার দাবীদার।তিনি কাজ করে যাচ্ছেন দেশের স্বার্থে।কাজ করে যাচ্ছেন জণগণের স্বনির্ভর হওয়ার লক্ষ্য।

বুধবার(১৫ মার্চ) বিকালে গোগনগর চর সৈয়দপুর রেইনবো ডাইংস্হ আশ্রয়ন প্রকল্প মাঠে সদর উপজেলার প্রশাসনের আয়োজিত মুজিব শর্তবর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার গৃহহীন ও ভূমিহীনদের পরিবার পূর্নবাসনের লক্ষ্য ৯৮টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শুভ উদ্বোধনের মাধ্যমে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম এবং নারায়ণগঞ্জ সদর উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষণা বিষয়ক প্রেস বিফিং য়ের আগে জেলা প্রশাসক মন্জুরুল হাফিজ এসব কথা বলেন।

তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে এদেশে শুধু ধনীরা বিল্ডিং বাড়িতে ঘুমাবে আর ডিজিটাল বাংলাদেশের মানুষ রাস্তায় ঘুমাবে ফুটপাতে ঘুমাবে এটা হতে পারে না।তিনি পৃথিবীর মধ্যে প্রথম দায়িত্ব নিয়েছেন এদেশে সত্যিকারের ভূমিহীন ও ঘরহীন থাকবে না।মাননীয় প্রধানমন্ত্রী রুপগঞ্জ জায়গায় প্রথম তিনি ২৩ একর জমি দিয়েছিলেন।১৯৯৬ সালে মাননীয় প্রধানমন্ত্রী আবার ক্ষমতা আসার পর আবার এ কার্যক্রম হাতে নিয়েছে।শুধু ভূমিহীন না এ জায়গাটি যার নামে রেজিস্ট্রি করে দেওয়া হচ্ছে সে দুই শতাংশ মালিক।

উপজেলা নি্র্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাকিব আল রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ এম সালাউদ্দিন মন্জু।সহকারি কমিশনার (ভূমি) সার্কেলের তান্জিমা আন্জুম সোহানিয়ার সঞ্চালনায় আরো উপস্হিত ছিলেন সহকারি কমিশনার(ভুমি) ফতুল্লা সার্কেলের সাজ্জাদ হোসাইন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.অণীক বিশ্বাস,উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আসাদুল ইসলাম, গোগনগর ইউপির ৬নং ওয়ার্ডের সদস্য বিপ্লব হোসেন,৭নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি মোসাৎ লিপি আক্তার, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাজমা বেগম,৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নিলুফা বেগম, গোগনগর ইউনিয়ন (ভূমি)কার্যালয়ের নায়েব আমির হোসেনসহ সদর উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: