শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন

বন্দরে ‘ওয়ান ফুড ফ্যাক্টরী’ নামের একটি প্রতিষ্ঠান থেকে ভেজাল পন্য জব্দ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে ‘ওয়ান ফুড ফ্যাক্টরী’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভেজাল পণ্য জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় কারখানায় উপস্থিত ৫জনের মধ্যে ৩জনকে ধরতে সক্ষম হলেও দুইজন কৌশলে পালিয়ে যায়।

বহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম।

এর আগে, ১২ এপ্রিল রাত সারে ১০টার দিকে বন্দর থানাধীন কাজীপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন- শহীদুল ইসলাম (২৪), রাহাত হোসেন (২৪), ফজলুর রহমান (৩৩)। পালাতকরা হলেন- শাহরিয়ার হোসেন সজীব (৩৩) ও মোঃ দেলোয়ার হোসেন (৪৮)।

অভিযানে ২০০মিঃলিঃ ওজনের ১৪৪০ পিছ ‘ওয়ান শাহী লাচ্ছি’, ৬ পিছ ‘ওয়ান প্লাস বডি লোশন’ ও ১৮ পিছ ‘ওয়ান ফ্রুটো’ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মুল্য প্রায় ৬ লাখ টাকা।

সংবাদ সম্মেলনে তরিকুল ইসলাম জানান, ‘তারা দীর্ঘদিন যাবৎ কোন রকম অনুমোতি না নিয়ে পণ্য উৎপাদন ও বিপনন করে আসছিলো। গতকাল (১২ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ফোর্স ওই কারখানাতে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করে ও বিপুল পরিমানে ভেজাল পণ্য তৈরি করে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।’

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: