প্রিন্ট নারায়ণগঞ্জ: বেতন বোনাস নিয়ে ঈদের প্রায় ১০ দিনেই খুশি মনে ১৭ দিনের ছুটিতে বাড়ি ফিরেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের মালিকানাধীন উইজডম অ্যাটায়ার্স লিমিটেডের শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে বিকেএমইএর সভাপতি সেলিম ওসমানের উপস্থিতিতে সকল শ্রমিকদের নিয়ে একসাথে বসে দোয়া মাহফিলের মাধ্যমে শ্রমিকদের ছুটি দেয়া হয়।
উইজডম অ্যাটায়ার্স লিমিটেডের শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, উইজডম অ্যাটায়ার্স লিমিটেডের মালিক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান প্রতিবছরই ঈদের অনেক আগেই বেতন বোনাস দিয়ে দেন। প্রতিবারের মতো এবারও তিনি ঈদের ১৭ দিন আগেই বেতন বোনাস দিয়ে দিয়েছেন।
এবার সেলিম ওসমান হজ্জ পালন করতে যাবেন। তাই আগে থেকেই আমাদের শ্রমিকদের বেতন বোনাস দিয়ে কারখানা ছুটি দিয়ে দিয়েছেন। এজন্য কারখানার শ্রমিকরা আগে থেকেই প্রতিদিন ২ ঘণ্টা করে বেশি সময় কাজ করেছেন। যার কারণে আমরা ঈদের ১০ দিন আগেই ছুটি পেয়েছি। আমার সকল শ্রমিকরাই অনেক খুশি। পরিবার পরিজনদের হাসি খুশি মনে ঈদ পালন করতে পারবো।
দোয়া মাহফিলে শ্রমিকদের উদ্দেশ্য সেলিম ওসমান বলেন, আমি সকলের কাছেই দোয়া চাই। আমি আপনাদের জন্যই গার্মেন্টস মালিক সংগঠনের নেতা হয়েছি। আমি আপনাদের কারণে সংসদ সদস্য হয়েছি। যে কোনো সমস্যায় আপনারা আমাদের সাথে আলোচনা করবেন। নারীরা মায়ের জাত। আমার কারখানায় কেউ নারী শ্রমিকদের সাথে খারাপ আচরণ করতে পারবে না। যদি কেউ নারীদের সাথে খারাপ আচরণ তাহলে তিনি আমার কারখানায় চাকরি করতে পারবেন না। এ নিয়ে কাউকে ছাড় দেয়া হবে না।