শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:১৫ পূর্বাহ্ন

রূপগঞ্জে স্কুল ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১২৪ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন সাওঘাট এলাকা থেকে চাঞ্চল্যকর এসএসসি পরীক্ষার্থী মেহেদী হত্যা মামলার পলাতক আসামী সজিবকে (১৮) গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি টিম।

গ্রেফতারকৃত সজিব রূপগঞ্জের বলাইখা এলাকার সাইফুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিহত মেহেদী ভুলতা স্কুল অ্যান্ড কলেজে ১০ম শ্রেণির ছাত্র ছিল। গত ১৫ এপ্রিল দুপুর ১২টার দিকে স্কুলে মডেল টেষ্ট পরীক্ষা চলাকালীন সময় গ্রেফতারকৃত আসামী এবং তার সহযোগীরা ক্লাশরুম হতে কথা আছে বলে ডেকে নিয়ে ভিকটিমকে উক্ত স্কুলের মেইন গেইটের সামনে এলোপাথাড়ি দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে রক্তাক্ত জখম করে। এই ঘটনার সিসি টিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে ভিকটিমের বাবা সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে রূপগঞ্জ থানাধীন ভুলতা স্কুল অ্যান্ড কলেজের মেইন গেইটের সামনে রাস্তার উপর রক্তাক্ত জখমসহ মৃত অবস্থায় পান। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা সংক্রান্ত মামলা করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১, সদর কোম্পানি এর গোয়েন্দা টীম ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে হত্যাকারী পলাতক আসামী সজিবকে জেলার রূপগঞ্জ থানাধীন সাওঘাট এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানার ওসির নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: