প্রিন্ট নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এই মামলা দায়ের করে ডিবিসি নিউজের ভিডিওগ্রাফার আব্দুল্লাহ আল মামুন। এর আগে, সোমবার দুপুরে দালালদের উৎপাত সংক্রান্ত তথ্য সংগ্রহকালে তাদের উপর হামলা করে বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক দালালরা।
মামলায় অভিযুক্তরা হলেন কাউসার (২৮), জাহিদ হোসেন অভি (৩০), আল আমিন (৩১), সাইফ (৩৩), জুবায়ের (৩৫), অমিত (২৯)। আসামীদের মধ্যে জাহিদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান মোল্লা। তিনি বলেন, ‘গতরাতে অভিযোগ দেয়ার পর দ্রুতই মামলা গ্রহণ করা হয়। আটক হওয়া জাহিদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের ধরতে আমাদের অভিযান চলছে।’
গত সোমবার দুপুরে হাসপাতালের জরুরী বিভাগে দালালদের উপদ্রবের ছবি তুলেন ঢাকা পোষ্টের সাংবাদিক আবির শিকদার। ছবি তুলতে দেখলে তার দিকে তেড়ে আসে দালালরা। তাকে মারধরে উদ্যত হলে আবিরকে বাঁচাতে এগিয়ে আসে সহকর্মী মামুন। পরে তাকেও মারধর করে দালালরা।
ভুক্তভোগী সাংবাদিক আবির শিকদার বলেন, ‘আমরা দুইজন মূলত হাসপাতালের ডায়রিয়া পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি জরুরী বিভাগে দালালরা রোগীদের সাথে খারাপ ব্যবহার করছে। তথ্য সংগ্রহের জন্য এর ছবি তুললে আমাদের দুজনকে ৫ থেকে ৬ জন দালাল মিলে বেধরক মারধর করে।