শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন

সোনারগাঁয়ের কাঁচপুরে ভোক্তা অধিকারের অভিযান, ২টি হোটেলকে জরিমানা

সাব্বির আহাম্মেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় নিত্যপণ্যের বাজার মনিটরিং ও কাঁচপুর বাজারে ২টি খাবার হোটেলকে জরিমানা ও একটি খাবার হোটেলকে সতর্ক করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এছাড়া বাজারের ওষুধ ব্যবসায়িদের মেয়দোর্ত্তীণ ও নিষিদ্ধ ওষুধ দোকানে না রাখার জন্য চুড়ান্তভাবে সতর্ক করা হয়।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

সেলিমুজ্জামান জানান, সোনারগাঁ উপজেলার কাচঁপুর এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হয়। ব্যবসায়ি ও দোকান মালিকদের মূল্য তালিকা প্রর্দশন ও ক্রয় ভাউচার সংরক্ষণ করার জন্য বলা হয়েছে। এসময় ফ্রিজে আগের দিনের রান্না করা তেহারি , মাছ ও সবজী রাখার অপরাধে প্রিয়জন বিরিয়ানী হাউজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩  ধারায় ২ হাজার টাকা এবং পাভেল’স কিচেন এন্ড রেস্টুরেন্টকে ৪৩ ধারায় ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। একই সঙ্গে কাঁচপুর বাজারের ওষুধ ব্যবসায়িদের মেয়দোর্ত্তীণ ও নিষিদ্ধ ওষুধ দোকানে না রাখার জন্য চুড়ান্তভাবে সতর্ক করা হয়। এসময় ক্যাবের নারায়ণগঞ্জ জেলার জয়েন্ট সেক্রেটারী বিল্লাল হোসেন রবিন ও সোনারগাঁও থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: