ফতুল্লার ভুইগড়ে জুম্মার নামাজ পরে বাসায় ফেরার পথে মেহেদী হাসান (২১) নামের এক যুবক কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় হামলার শিকার মেহেদী হাসানের বড় ভাই ইমরান হাসান বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জন কে আসামী করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযুক্ত আসামীরা হলো বেলায়েত বাহিনীর প্রধান কাইল্লা বেলায়েত (২৬), রাকিব (৩০),ব্লেড বরকত (২৭), সোহাগ (২৩) ও সুমন (২৭) সহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর দুইটার দিকে ফতুল্লা মডেল থানার ভুইগড় রঘুনাথপুরস্থ চমক ভিলার সামনের রাস্তায়।
বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়,মসজিদে জুমার নামাজ পরে বাসায় ফেরার পথে রঘুনাথপুরস্থ চমক ভিলার সামনে হামলার শিকার হওয়া যুবক মেহেদী হাসান পৌছা মাত্র কাইল্লা বেলায়েত,রাকিব,সোহাগ,বরকত,সুমন সহ অজ্ঞাতনামা আরো ৪-৫ সন্ত্রাসী তার পথরোধ করে।
এসম হামলাকারীরা তাকে কুপিয়ে গলায় থাকা স্বর্নের চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় হামলাকারীদের কবল থেকে রক্ষা পেতে সে ডাক-চিৎকার করলে স্থানীয় পথচারীরা এগিয়ে এসে হামলাকারীদের পিটুনি দিয়ে আহত মেহেদী হাসান কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। তবে এসময় পথচারীদের কবল থেকে কৌশলে পালিয়ে যায় আটক হওয়া হামলাকারীরা।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সজিব জানায় বিষয়টি গুরত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।