শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন

সোমবার বন্দর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১২৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের (২০২৩-২০২৫ ইং) দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী সোমবার (১ মে)।

নির্বাচনে সহ সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সহ সাধারণ সম্পাদক পদে ২ জনসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। এদের মধ্যে সহ সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন ও সহ সাধারণ সম্পাদক পদে ১ জন নির্বাচিত হবেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন যথাক্রমে সহ সভাপতি পদে মো. মেহেবুব মিয়া (দৈনিক ইয়াদ), মাহফুজুল আলম জাহিদ (দৈনিক এই বাংলা) ও আজকালের খবর পত্রিকার মো. মামুন মিয়া, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন সিদ্দিকী (নয়া দিগন্ত), মো. নাসির উদ্দিন (দৈনিক ডান্ডিবার্তা) ও মানবজমিন পত্রিকার মো. নুরুজ্জামান মোল্লা এবং সহ সাধারণ সম্পাদক পদে জি এম সুমন (যায় যায় দিন ও যুগেরচিন্তা) ও বাংলা ট্রিবিউন ও সময়ের আলো’র আরিফ হোসেন কনক।

আসন্ন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি হাবিবুর রহমান বাদল। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান এবং উপজেলা প্রশাসন মনোনীত একজন কর্মকর্তা। নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন সাবেক সহ সভাপতি মো. কবির হোসেন।

এর আগে, গত ২৮ এপ্রিল প্রেসক্লাব ভবনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করার দিন মনোনয়ন সংগ্রহ এবং জমা দানের শেষ সময় পর্যন্ত কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মোবারক হোসেন কমল খান (জেলা প্রতিনিধি দেশ রুপান্তর) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।

এছাড়া অন্যান্যের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে মো. আমির হোসেন (প্রতিদিনের নারায়ণগঞ্জ), অর্থ সম্পাদক পদে মো. মেহেদী হাসান সজিব (সমকাল), দপ্তর সম্পাদক পদে মো. মেহেদী হাসান রিপন (দৈনিক ইয়াদ), প্রচার সম্পাদক পদে মো. শাহ জামাল (ভোরের বাংলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. হৃদয় আহমেদ জয় (নিউজ ২৪) ও নির্বাহী সদস্য পদে সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ্ আলী মো. পিন্টু খান (অগ্রবাণী প্রতিদিন), মো. ইমরান মৃধা (শীতলক্ষ্যা) ও দ্বীন ইসলাম দীপু (অগ্রবাণী প্রতিদিন) নির্বাচিত হয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: