করোনা ও বন্যা পরিস্থিতির মধ্যে দিয়ে গতবার এসএসসি পরীক্ষা হলেও এবার সেসব সমস্যা উতরিয়ে শিক্ষার্থী অংশগ্রহন করছে এসএসসি ও সমমান পরীক্ষায়। তবে গতবারের তুলনায় এবার অনেক অংশে কম সংখ্যক পরীক্ষার্থী রয়েছে এসএসসি পরিক্ষায়।
রবিবার (৩০ এপ্রিল) থেকে নারায়ণগঞ্জে শুরু হচ্ছে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। বিগত বছরের পরীক্ষায় নারায়ণগঞ্জে ৩৮ হাজার ৬শ’ ৮৩ পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। তবে এ বছর ৩ হাজার ৭শ’ ১৪জন শিক্ষার্থী কম নিয়ে ঢাকা বোর্ড থেকে নারায়ণগঞ্জে সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডে মোট ৩৪ হাজার ৯শ’ ৬৯ পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে।
প্রসঙ্গত, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ৫টি উপজেলায় ৪৯টি কেন্দ্রে মোট ৩৪ হাজার ৩শ’ ৯৬ পরীক্ষায় অংশগ্রহন করবে। এর মধ্যে এসএসসি ৩২টি, দাখিল থাকবে ৭টি এবং নারায়ণগঞ্জে এসএসসি ও দাখিল ভোকেশনাল ১০ টি কেন্দ্র থাকবে।