নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বন্দর চৌধুরী বাড়ি এলাকায় অবস্থিত নাসিম ওসমান মডেল হাইস্কুল প্রাঙ্গনে রোববার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় তাঁর পরিবারের পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান সাংসদ একেএম সেলিম ওসমান বলেন, প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের জন্য সকলের কাছে দোয়া চান।
দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, বন্দর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ রশিদ, ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, নারী ভাইস চেয়ারম্যান ছালিমা শান্তা, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা কুদরত-এ-খোদা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, সাধারণ সম্পাদক ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম আহম্মেদ, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম.এ গাজী সালাম, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিভিন্ন অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের ঐতিহাসিক ওসমান পরিবারের সন্তান এ কে এম শামসুজ্জোহার বড় ছেলে প্রয়াত নাসিম ওসমান। তিনি বাংলাদেশের জাতীয় সংসদের ৪ বারের সংসদ সদস্য ছিলেন। এছাড়া মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন