ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, নিত্যপণ্যের দাম কমানো এবং নির্দলীয় নিরপক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখা।
শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাসদের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ সোনারগাঁ উপজেলার সমন্বয়ক বেলায়েত হোসেন, ফতুল্লা থানার আহ্বায়ক এম এ মিল্টন, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির।
নিখিল দাস বলেন, দেশে চরম ফ্যাসিবাদী শাসন চলছে। বিরোধী মত-পথ ও মুক্ত চিন্তা দমনের জন্য সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নবর্তনমূলক কালো আইন জারি রেখেছে। এতে সাংবাদিক, কবি, লেখকসহ বিভিন্ন মানুষ নির্যাতিত হচ্ছে। লেখক মুশতাককে জেলখানায় জীবন দিতে হয়েছে।
গত সাড়ে ৪ বছরে এই আইনে ৮৪ সাংবাদিক গ্রেফতার হয়েছে। এমনকি ৬৮ শিশু-কিশোরও এ মামালায় আসামি হয়েছে। এ আইনের কারণে বিশ^ মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ ১০ ধাপ পিছিয়েছে। আইনমন্ত্রী বলেছে এটি সংস্কার করা হবে। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই সংস্কার নয়. বাতিল করতে হবে।
তিনি আরও বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। ভোজ্যতেলের দাম আবারও বাড়িয়েছে। বাড়ছে চিনির দাম। অন্যান্য পণ্যর দামও দফায় দফায় বাড়ছে। এতে নিম্ন আয়ের মানুষদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বর্তমান সরকার নিশিরাতের ভোটের মাধ্যমে ক্ষমতা চালাচ্ছে। ফলে জনগণের প্রতি এদের কোন দায় নেই।
এ সরকার আবারও ক্ষমতায় আসার ফন্দি-ফিকির করছে। এ সরকারের প্রতি জনগণের কোন সমর্থন নেই। নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন করতে সে ভয় পায়। দলীয় সরকারের অধীনে নির্বাচন জনগণ কোনভাবেই মেনে নেবে না। নেতৃবৃন্দ অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজপথে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।