প্রিন্ট নারায়ণগঞ্জ: বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট পদ থেকে ‘ডেভিড ম্যালপাস’ পদত্যাগের ঘোষণা দেয়ার পর এবার ভারতীয় বংশোদ্ভূত ‘অজয় বাঙ্গাকে’ মনোনীত করলেন মার্কিন প্রেসিডেন্ট ‘জো বাইডেন’।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। মূলত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ঐতিহ্যগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক নির্বাচিত হয়ে থাকে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্টের মনোনীত ৬৩ বছর বয়সী অজয় বাঙ্গা বর্তমানে ‘জেনারেল আটলান্টিক’এর ভাইস চেয়ারম্যান। এর আগে ২০২১ সাল পর্যন্ত মাস্টারকার্ডের প্রধান নির্বাহী পদে নিযুক্ত ছিলেন তিনি। বৃহৎ প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা এবং অর্থনীতি সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে অজয়ের।
ইতিহাসের এই সংকটময় মুহূর্তে বিশ্বব্যাংকের নেতৃত্ব দিতে অজয় প্রস্তুত বলে এক বিবৃতিতে জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন ।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদ বেশ খানিকটা চ্যালেঞ্জিং। বিশেষত বর্তমানে কোভিড পরবর্তী সময়ে যেখানে দেশে দেশে ক্রমাগত আর্থিক বিপর্যয় ও প্রকল্পে ধস দেখা যাচ্ছে সেই জায়গা থেকে বিশ্বব্যাংকের ভূমিকা বেশ তাৎপর্যপূর্ণ।
এর আগে বৈশ্বিক উষ্ণতা নিয়ে নিজস্ব অভিমত ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়ার পর বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ‘ডেভিড ম্যালপাস’। আগামী ৩০ জুন তিনি তার পদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন।
বিশ্বব্যাংক ১৮৭ টি দেশের একটি সংস্থা যা দারিদ্র্যতা হ্রাসে সহায়তা করার জন্য উন্নয়নশীল দেশগুলিকে ঋণ দেয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ‘ডোনাল্ড ট্রাম্প’ মালপাসকে ২০১৯ সালে পাঁচ বছরের জন্য বিশ্বব্যাংকের প্রধান নিযুক্ত করেছিলেন।