শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৬ পূর্বাহ্ন

জাপা নেতার দাঁড়ি টেনে চেয়ারম্যানের হুমকি

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৩০ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে একটি অনুষ্ঠানে জাপা নেতার দাঁড়ি টেনে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে কলাগাছিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। ঘটনার পরপরেই ভুক্তভোগী নেতা এমপি সেলিম ওসমানের কাছে বিচার দিলে সেলিম ওসমান বন্দর থানায় আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন।

৫ মে শুক্রবার বিকেলে বন্দরের নবীগঞ্জ ঈদগাহ এলাকায় নাসিম ওসমান গোল্ড অ্যাওয়ার্ড কেরাত প্রতিযোগীতা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জাপা নেতার নাম সুমন প্রধান। তিনি কলাগাছিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি। অভিযুক্ত ব্যক্তি একই ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান। তিনি নিজেও জেলা জাতীয় পার্টির সহ সভাপতি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অনুষ্ঠান শুরু হবার পূর্বে সেলিম ওসমানের পক্ষে মিছিল নিয়ে হাজির হন সুমন প্রধান। এর কিছু সময় পরেই মিছিল নিয়ে অনুষ্ঠানে আসেন দেলোয়ার হোসেন প্রধান। তাদের উভয়ের মাঝে একটি জমি নিয়ে বিরোধ ছিলো। সেই বিরোধের জের ধরে উভয়ের মধ্যে মনমালিন্য চলছিলো। সুমন ও দেলোয়ার মুখোমুখী হলে চেয়ারম্যান তার দাঁড়ি ধরে ক্ষোভের স্বরে কিছু কথা বলেন। এরপরেই চলে যান তিনি। পরে অনুষ্ঠান শেষে সুমন এমপি সেলিম ওসমানের কাছে দৌড়ে এসে বলেন দেলোয়ার চেয়ারম্যানের নামে বিচার দেন।’

ঘটনার সত্যতা স্বীকার করে ভুক্তভোগী সুমন প্রধান বলেন, বুরুন্দি এলাকার মাইনুদ্দিন চেয়ারম্যানের (সাবেক) একটা জমি নিয়ে ঝামেলা চলছে। মাইনুদ্দিনের সাহেবের লোকজন আমারে তাদের সাথে জড়াইসে। এখন দেলোয়ার চেয়ারম্যান ভাবসে আমিও মনে হয় এই জমিতে পার্টনার আছি আর এমপি সাহেবরে (সেলিম ওসমান) ফোন দিয়ে বিচার দিসি। ওইটা ভাইবা সে আমার দাঁড়ি ধইরা বলছে ‘তরে মাইরা ফালামু’। পরে আওয়ামী লীগের নেতারা দেলোয়াররে ধইরা জিজ্ঞাস করছে এমন করলো কেন? উনি কইসে আমি নাকি এমপিরে ফোন দিয়া বিচার দিসি। কিন্তু আমি কাউরে বিচার দেই নাই।

অন্যদিকে অভিযুক্ত চেয়ারম্যান দেলোয়ার প্রধান বলেন, সুমন বিভিন্ন জায়গায় জমি দখল করে, ওয়ারিশ কিনে, বখরা দিয়া কাজ করে এমন অনেক বিচার গেছে ওর নামে। ওরে এমপি সাহেব বলছে ‘তুই এলাকা থিকা যাবিগা, আমার কাছে আসবি না এমন বকাঝকা করছে।’ আর আমার নামে যে অভিযোগ দিতাছে, আমি তো ওইখানে একা ছিলাম না। সেখানে হাজার হাজার নেতাকর্মী ছিলো। আমার সাথে সুমনের দূরত্ব ছিলো অনেক। কেউ মুখ দিয়ে অভিযোগ করলেই তো সেটা সত্য হয়ে যায় না। সুমন এমপি সাহেবের সামনে গিয়া হাউকাউ করছে, আর এমপি সাহেব ওর উপর রাগারাগি করছে। আমার সাথে সুমনের কিছু হয় নাই।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: