শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন

নারায়নগঞ্জে সরকারী কর্মচারী ঐক্য পরিষদের সভা

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৩৮ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জ: দাবি আদায় ঐক্য পরিষদ ভুক্ত ১১-২০ গ্রেড এবং ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি দু’টির নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শনিবার (৬ মে) পৃথক পৃথকভাবে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে সম্মেলনকক্ষে বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো. নাছির হাওলাদার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মো. নাছির উদ্দিন, যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির মুখপাত্র মো. রফিকুল আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মুখপাত্র মো. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শাহজাহান সিরাজ, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. নূর আলম। সভাপতিত্ব করেন সভা প্রস্তুতি ও বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ হালিম ভূঁইয়া। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি ঢাকা বিভাগীয় উপ-কমিটির সদস্য সচিব ও জেলা সাধারণ সম্পাদক সাউদ নূর শফিউল কাদের। সভায় নারায়ণগঞ্জ জেলা শাখার নেতাকর্মীদের পাশাপাশি গাজীপুর ও কক্সবাজার শাখার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বিকেলে একই সম্মেলনকক্ষে ১১-২০ গ্রেড সরকারি কর্মচারীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, সহ সভাপতি মো. মোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক মো. তারিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা খানম, ঢাকা মহানগরের আহবায়ক মো. ছারোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন, ঢাকা বিভাগ-১ এর সভাপতি মৌসুমী প্রধান, সাধারণ সম্পাদক মো. আশিকুল ইসলাম প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন সভা প্রস্তুতি ও বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুস সালাম।

সভায় নেতৃবৃন্দ বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস দ্রব্যমূল্যের দাম যেভাবে বেড়েছে সে তুলনায় সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়েনি। বর্তমানে আমরা সকলেই পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। সরকারের কাছে আমাদের দাবি সরকার যাতে আমাদের দাবিগুলো বিবেচনা করে। আমরা শীঘ্রই আমাদের দাবিগুলো মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উত্থাপন করবো। আশা করবো তিনি আমাদের দাবিগুলো মেনে নিবেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: