প্রিন্ট নারায়ণগঞ্জ: পূর্ব শত্রুতার জেরে ক্ষতি সাধনের চেষ্টা করছে, দিয়েছে প্রাননাশের হুমকি; তারপরেও আবার করা হচ্ছে অপপ্রচার।
মো. সুমন মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার প্রধানের। এ ঘটনায় মানহানী করার অভিযোগ ও ভবিষ্যৎ নিরাপত্তা চেয়ে করেছেন সাধারণ ডাইরী।
অভিযুক্ত ৪৩ বছর বয়সী সুমন মিয়া বন্দরের বুরূদী এলাকার মোস্তফা মিয়ার ছেলে।
গত ৫ মে সুমন মিয়ার একটি ভিডিও বক্তব্য ছড়িয়ে পরে অনলাইন নিউজ পোর্টালে। পরদিন স্থানীয় পত্রিকায় সংবাদ আকাড়ে প্রকাশ হয়। সেখানে সুমন উল্লেখ করেন, ‘একটি অনুষ্ঠানের মঞ্চে উঠার সময় চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান তাকে দাঁড়ি টেনে হত্যার হুমকি দিয়েছে’।
এ ঘটনার পর সুমনের বিরুদ্ধে অভিযোগ এনে বন্দর থানায় গত ৬ মে একটি সাধারণ ডাইরী করেন দেয়োয়ার হোসেন প্রধান। (জিডি নং-২৮৪)
সাধারণ ডাইরীতে উল্লেখ করা হয়, পূর্ব শত্রুতার জেরে আমাকে মানহানিসহ যে কোন দরনের ক্ষতি সাধনের ও প্রাননোশের প্রকাশ্যে হুমকি দেন। পাশাপাশি ৬ মে অনলাইন নিউজ পোর্টালে ও পরে সময় নারায়ণগঞ্জসহ বিভিন্ন পত্রিকায় আমার বিরুদ্ধে মানহানিকর ও মিথ্যা সংবাদ প্রকাশ করেন। বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তার জন্য সাধারণ ডাইরী করা একান্ত প্রয়োজন।
এ বিষয়ে চেয়ারম্যান দেয়োয়ার হোসেন প্রধান বলেন, সুমন আমার নামে যে মারধর ও হত্যার অভিযোগ দিয়েছে; এটা সম্পূর্ণ মিথ্য। সেখানে হাজার হাজার লোক ছিল, তারে আমি মারলাম, হুমকি দিলাম, এটা কেউ দেখলো না? আমার সাথে সেই অনুষ্ঠানে সুমনের দূরত্ব ছিল অনেক। কেউ মুখদিয়ে অভিযোগ দিলেই সেটা তো সত্য হয়ে যায় না। উল্টো সুমন সেই অনুষ্ঠানে গিয়ে এমপি সাহেবের সামনে হাউকাউ করেছে। এমপি সাহেবও রাগারাগি করছে। সুমন বিভিন্ন জায়গায় জমি দখল করে, ওয়ারিশ কিনে, বখরা দিয়ে কাজ করে। এমন অনেক বিচার আছে ওর নামে। ওরে এমপি সাহেব বলছে, তুই এলাকা থেকে যাবিগা, আমার কাছে আসবি না; এমন বকাঝকা করছে।