প্রিন্ট নারায়ণগঞ্জ: নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ পাঠানটুলী এলাকায় বিক্রিত যায়গা পুনরায় দখলের চেষ্টায় ভাংচুরের অভিযোগ উঠেছে একটি পক্ষের বিরুদ্ধে।
(বুধবার) ৩রা মে সকালে এই ঘটনা ঘটে বলে ওই ক্রয়কৃত জমির মালিক দেলোয়ারা বেগমের স্বামী মো: শহীদুল্লাহ্।
তিনি জানান ২০১১ সালে স্থানীয় মীর রাফিউল আলম রাফির কাছ থেকে ৫ লক্ষ টাকায় ১ শতাংশ জমি ক্রয় করেছিলেন তার স্ত্রী। কিন্তু বিক্রয় করা সেই জমির সীমানা ঘেঁষে কিছু অংশ সরকারি জায়গা থাকায়, সেই সরকারি জমিতে দেলোয়ারা বেগমকে স্থানান্তর করে, বিক্রয় করা সেই ১ শতাংশ জমিতে সীমানা দখলের পায়তারা করছে মীর রাফিউল আলম রাফি।
উক্ত জমিটি নিয়ে দীর্ঘদিন বিরোধ থাকায় বৃহস্পতিবার কিছু সন্ত্রাসী দ্বারা সেই জায়গার মালিক দেলোয়ারা বেগমের বাড়িতে ভাংচুর চালায় মীর রাফিউল আলম রাফি।
সে সময় হামলায় অংশ নেয়া সন্ত্রাসী মো: দিপ্তি, মো: জাকির হোসেন ও মো: মোবারক হোসেন এর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মিসেস দেলোয়ারা বেগম একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, পাঠানটুলি এলাকায় আমাদের ০১ শতাংশ জায়গার উপর তিন রুমের একটি টিনশেট বাড়ি আছে। উক্ত বাড়ীর সীমানা নিয়া ১নং বিবাদী মীর রাফিউল আলম এর সহিত পূর্ব হইতে বিরোধ চলিয়া আসিতেছে। উক্ত বিরোধের বিষয় নিয়া গত ইং ০২/০৫/২০২৩তারিখ রাত্র অনুমান ০৮:০০ ঘটিকার সময় ১নং বিবাদীর সিদ্ধিরগঞ্জ থানাধীন এসিআই পানির কল সড়কের বাসায় আমি আমার মেয়ে লিপি আক্তার(৩৩)কে নিয়া গেলে ১নং বিবাদী ক্ষিপ্ত হইয়া আমার মেয়ে লিপি আক্তারকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং মারধর করার জন্য উদ্যত হয় ও বিভিন্ন ধরণের হুমকি প্রদান করিতে থাকে। পরবর্তীতে ইং ০৩/০৫/২০২৩ ইং তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় উপরোক্ত ১নং বিবাদী মীর রাফিউল আলম রাফি এর হুকুমে অপরাপর বিবাদীগন আমাদের বাড়িতে আসিয়া কোন কথা বার্তা ছাড়াই বাড়ির ভিতরে অনধিকারে প্রবেশ করিয়া লোহার হামার দিয়ে বাড়ি দখলের উদ্দেশ্যে তিনটি রুমের মধ্যে ০২টি রুম ভাংচুর করিয়া ক্ষতি সাধন করে। আমি সহ আমার মেয়ে লিপি আক্তার, প্রিয়া ও আমার স্বামী বিবাদীদের বাধা প্রদান করিলে ২নং ও ৩নং বিবাদী জানায় বেশি। বাড়াবাড়ি করিলে সম্পূর্ণ বাড়ী ভাঙ্গিয়া মাটিতে গুড়াইয়া দিয়া আমাদেরকে এলাকা ছাড়া করিবে মর্মে হুমকি প্রদান করিয়া চলিয়া যায়।
প্রশাসনের নিকট দেলোয়ারা বেগমের দাবি, তার ক্রয়কৃত জমি তাকে ফিরিয়ে দিয়ে তিনি এবং তার পরিবারের নিরাপত্তা প্রদান করার।