তৃনমূল নেতাদের মতে, গত ১৪ বছর ধরে আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেও গত দুই ট্রাম সোনারগাঁয়ে আওয়ামী লীগের নৌকার কোনো প্রার্থী ছিলো না। তবে এবারের নির্বাচনে মোশাররফ হোসেনকে নৌকার মাঝি হিসাবে এককভাবে সরকারী দলের মনোনয়ন পাওয়ার যোগ্য দাবিদার বলে মনে করেন তারা। এবারের জাতীয় নির্বাচনে সোনারগাঁয়ে মনোনয়ন পাবেন মোশাররফ হোসেন এমনটাই ধারণা দলীয় তৃণমূল নেতাকর্মীদের।
তাদের মতে, এলাকাতে একজন সৎ চরিত্রবান, সদা হাস্যজ্জল ও সদালাপি ব্যক্তি হিসাবে মোশাররফ হোসেনের রয়েছে বিশেষ খ্যাতি। যে কারো যে কোনো বিপদের কথা শুনলেই তার সাহায্যার্থে এগিয়ে আসেন তিনি এমনটিই জানান তারা। এককথায় এলাকাবাসীর কাছে গরীব দুঃখী মেহনতী মানুষের পরম বন্ধু হিসাবে পরিচিত মোশাররফ হোসেন। তাই আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী মোশাররফ হোসেন হবেন বলে মনে প্রাণে বিশ্বাস করে তৃনমূলের নেতাকর্মীরা।
এবিষয়ে কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনের সাথে কথা হলে তিনি জানান,দীর্ঘদিন যাবত সোনারগাঁও-৩ আসনে নৌকার মাঝি নাই তাই অনেকেই এবার নৌকার মাঝি হতে চাইবেন, তাদের মতো আমি আমাদের প্রাণ প্রিয় জননেত্রী শেখ হাসিনার কাছে নৌকার মনোনয়ন চাইবো। তবে জননেত্রী শেখ হাসিনা এখানে যাকে মনোনয়ন দিবে আমরা মিলেমিশে কাজ করবো। সেটা আমি হই বা অন্য কেউ হোক। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকাকে বিজয়ী করে সংসদে পাঠাবো।