মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠান
বৃহস্পতিবার (১ জুন) বিকাল ৪ টায় বক্তাবলী বাজারস্থ ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে ফতুল্লা থানা মৎস্যজীবি দলের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তোবারক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যানা যায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির অফিসটি দীর্ঘ ১৪ বছর বন্ধ থাকার পর রাসেল প্রধানের উদ্যোগে খোলা হয় এবং জিয়ার ৪২ তম শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি রাসেল প্রদানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ হাসান রোজেল সাবেক যুগ্ন আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও আহ্বায়ক ফতুল্লা থানা বিএনপি, প্রধান বক্তা এড. জেড এইচ এম আনোয়ার প্রধান সদস্য সচিব নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি ও আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দল, বিশেষ অতিথি এড.আল আমিন সিদ্দিকী, যুগ্ন আহ্বায়ক ফতুল্লা থানা বিএনপি।
রোজেলের বক্তব্যে তিনি বলেন, আমরা সকলে মুক্তিযুদ্ধ করছিলাম আওয়ামীলীগের নেতারা বলে তারা নাকি মুক্তিযুদ্ধ করছে তাহলে তারা স্বাধীনতার ঘোষনা দিতে পারলেন না কেনো জিয়াউর রহমান ঘোষণা করলেন, তিনি আরও বলেন হাসিনা সরকারের অন্যায় অত্যাচার জুলুম হামলা মামলার সমুচিত জবাব দেয়া হবে রাজপথে, আওয়ামিলীগ সরকার ক্ষমতায় থেকে লুটপাট করে ব্যাংক ঢাকাতী করেছিলো এবং ১৯৭৪ সনে দুর্ভিক্ষ করে লক্ষ লক্ষ লোক না খেয়ে মৃত্যুবরণ করেছিলো সেই ব্যার্থতা নিয়ে নির্বাচনের মাধ্যমে প্রহশন করে মানুষের গারে চেপে বসেছে, ঐ প্রহশনের নির্বাচন বাংলার জনগন আর মেনে নেবেনা যেকোনো মুল্য প্রতিহত করা হবে।
এড আনোয়ার বলেন তারেক জিয়া লন্ডনে আছেন আমাদের দিক নির্দেশনা দিবেন এবং সে মোতাবেক আন্দোলনে জাপিয়ে পড়তে হবে।
এড. আল আমিন সিদ্দিকী বলেন, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী জেলার আহবায়ক, সিনিয়র যুগ্ম-আহবায়ক ও সদস্য সচিবের যৌথ সাক্ষরে থানা কমিটি কমিটি অনুমোদন করা হবে। অথচ নিয়ম না মেনে দুজনের সাক্ষরে কমিটি দেওয়া হয়েছে। কাজেই তা অবৈধ। তিনজন সাক্ষর ব্যতিত যে কমিটি হবে তা বিবাহ বহির্ভূত সন্তানের মতো অবৈধ বলে গন্য হবে এবং তা সমাজে তা জারজ বলে গন্য হবে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইবলাম, বিএনপি নেতা কামাল, ছলিম বেপারী, মোঃ আলী মৎস্যজীবী দল নেতা, যুবদল নেতা মোহাম্মউল্লা, রাহাত,প্রমুখ।