শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের চার দিন ব্যাপী কর্মসূচীর চতুর্থ দিন অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার ৩০মে থেকে আজ ২রা জুন নারায়ণগঞ্জ সদর বন্দর সিদ্ধিরগঞ্জসহ অর্ধশতাধিক স্হানে মিলাদ দোয়া ও দুঃস্হ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
মহানগরের সিদ্ধিরগঞ্জ
১০নং ওয়ার্ড যুবদল,
মহানগর ২১নং বন্দর থানা যুবদল,মহানগর টেইলার্স শ্রমিক দল এ কর্মসূচি পালন করে।
বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেনের উদ্যোগে মহানগর টেইলার্স শ্রমিক দলের সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক সুফিয়ানের উদ্যোগে দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নারায়ণগঞ্জ ছাত্রদলের সাবেক সভাপতি ইসলাম জোসেফ বলেন আজকের দিনে সমাজের সংস্কৃতি পরিবর্তনে যুবকদের অবদান অপরিসীম। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধে ছাএ যুবক কারণে আমরা স্বাধীনতা পেয়েছি। যুবদলের মূলনীতি যুব ঐক্য প্রগতি।
তিনি আরো বলেন কে এম মাজারুল ইসলাম জোসেফে নেতৃত্বে নগরের ২৭ টি ওয়ার্ড ও ৭টি ইউনিয়নে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দোয়া ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ। কর্মসূচি সফলভাবে শেষ হয়েছে।এজন্য তিনি নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কে এম মাজহারুল ইসলাম জোসেফ, জুয়েল প্রধান, আমীর হোসেন, জুয়েল রানা,আলী নওশাদ আনোয়ার তুষার, ইকবাল হোসেন, কাজী সোহাগ, আখতারুজ্জামান মৃধা, সুমন ভূঁইয়া, সোহেল মাহমুদ, নূর আলম প্রধান, শফিকুল আলম মুক্ত, আতিকুর রহমান সবুজ, দুলাল মিয়া, ফারহান আহমেদ রুবেল, রানা আহমেদ মইনুল, মনোয়ার হোসেন মনা, মাহমুদুল হাসান মাসুম,তৈয়ম হোসেন,গাজী শফিকুল আলম মিন্টু, সজীব, হানিফ ব্যাপারী , হারুন উর রশীদ,আসলাম,ফারুকসহ সদর বন্দর সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দরা।