জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মিলাদ ,খাবার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
(২৬ আগষ্ট) শনিবার দুপুরে সৈয়দপুর নাসিম ওসমান সেতু সংলগ্ন গোল চত্বরে সদর থানা কৃষকলীগ সভাপতিত্বে কাশেম সম্রাটের সভাপতিত্বে মিলাদ,খাবার ও বস্ত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন ছিল তিনি বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন। অনেক নেতা শৃংখল হতে মুক্ত হতে চেয়েছিলেন তারা ব্যর্থ হলেও বঙ্গবন্ধু সফল হয়েছিলেন। সারা বাঙ্গালী জাতিকে বোঝাতে সক্ষম হয়েছিলেন পাকিস্তানি শৃংখলা হতে মুক্ত হতে হবে। উর্দুকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল কিন্তু বঙ্গবন্ধুর কারনে বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিজ্ঞা ছিল হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান মুসলিম একত্রে বসবাস করবো ও তাদের মোলিক অধিকার প্রতিষ্ঠা করবো তিনি তাই করেছিলেন। পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করছিল। পাকিস্তানিদের নাকে ক্ষত দিয়ে দেশ ছাড়া করেছিল বঙ্গবন্ধু। আমরা তার বানী গুলো মস্তিষ্কে ধারন করি। পরাজিত শক্তি চীন,আমেরিকা পাকিস্তানিদের সহযোগিতা করেছিল। ৭৫ সালে দেশী বিদেশী ষড়যন্ত্রে হত্যা করা হয়। মোশতাক ও জিয়া বঙ্গবন্ধু হত্যায় জড়িত। জিয়া শেখ হাসিনাকে দেশে ফিরতে বাঁধা দেয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের আহবায়ক এড. ওয়াজেদ আলী খোকন,জেলা কৃষক লীগের সাবেক সভাপতি নাজিমউদ্দীন আহম্মেদ, সদর থানা আওয়ামী লীগের সভাপতি নাজিরউদ্দিন আহম্মেদ, সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক মোঃ জসিম উদ্দিন আহমেদ,সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সওদাগর খান, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ মাষ্টার, সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলাম।
সদর থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক রানা আহম্মেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,জেলা কৃষক লীগের সদস্য সচিব মোঃ শাহ জামাল খোকন, সদর থানা কৃষকলীগের সাংগঠনিক রফিকুল ইসলাম রফিক মেম্বার, জেলা শ্রমিক লীগ নেতা মজিবুর রহমান, গোগনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ইব্রাহিম মোল্লা, গোগনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কবিরুল ইসলাম, আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লব, যুবলীগ নেতা মামুন পাঠান,শুক্কুর আলী মেম্বার,গোগনগর ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ, ৯ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ঈসমাইল মাদবর,সাধারণ সম্পাদক কালাঁ চান বেপারী প্রমুখ ।
পরে অসহায় নারী পুরুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেন অতিথি বৃন্দ।