বক্তাবলী পরগণা ফরায়েজি বক্তাবলী পরগণা ফরায়েজি আন্দোলন ও ময়ালী কমিটির পঞ্চবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বালুচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক সভাপতি এবং আলহাজ্ব মাওলান মুফতি মুহা: মোখতার হোসাইন মহাসচিব নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো.লোকমান হোসাইন।
শনিবার ( ৯ সেপ্টেম্বর ) সকাল ১০টায় নারায়াণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে ও মো. লোকমান হুসাইন,নূরে আলম সিদ্দিক এবং সরদার সালাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহাদুরপুরের পীর হাজী শরীয়ত উল্লাহ (রহ) ৬ষ্ঠ পুরুষ মরহুম পীর মেহসেন উদ্দিন আহমেদ ( দুদু মিয়া) রহ. এর সর্বকনিষ্ঠ সাহেবজাদা পীর আলহাজ্ব হযরত মাওলানা মবিন উদ্দিন আহমাদ নওশীন মিয়া সাহেব।
সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নব গঠিত কমিটির সভাপতি তার বক্তব্যে বলেন, নতুন এই কমিটির সবাইকে নিয়ে এবং পীর সাহেবের পরামর্শে আগামী দিনগুলো এক সাথে কাজ করব।
এছাড়াও পরগাণায় বার্ষিক ওয়াজ মাহফিল ও বিভিন্ন সামাজিক কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।তিনি বক্তাবলী পরগণার ঐতিহ্যবাহী সংগঠনের দীর্ঘ সাফল্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নব গঠিত কমিটির সিনিয়র সহ -সভাপতি মো. আওলাদ হোসেন মেম্বার, সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. জসিম উদ্দিন, রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট আওলাদ হোসেন, হাজী ইব্রাহিম খলিল, মো. নজরুল ইসলাম বাবু,আলহাজ্ব কালা চান বেপারি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মো. আক্তারুজ্জামান, মো.আনিসুর রহমান খোকন, পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ নাজির হোসেন, সহ- সমাজ বিষয়ক সম্পাদক রোটারিয়ান নুরুজ্জামান জিকুসহ অত্র পরগণার বিভিন্ন গ্রামের বাহাদুরপুর পীর সাহেবের শত শত অনুসারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।