শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন

সেলিম ওসমানের নির্বাচনী উঠান বৈঠকের মঞ্চে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৫ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জ: গোগনগর ইউনিয়নের চাঞ্চল্যকর দৌলত হোসেন হত্যা মামলার প্রধান আসামিকে মঞ্চে রেখেই ‘উঠান বৈঠক’ করেছে উক্ত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফজর আলী ।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৫ আসনের লাঙল প্রতিকের নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করে উক্ত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফজর আলী।

এসময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান সহ নারায়ণগঞ্জ জেলা ও ওয়ার্ড আওয়ামী লীগ, কৃষকলীগ ও এর অংগসংগঠনের নেতৃবৃন্দের সাথে গোগনগর ইউনিয়নের চাঞ্চল্যকর দৌলত হোসেন হত্যা মামলার প্রধান আসামি রুবেল মেম্বারের মঞ্চে উপস্থিতি লক্ষ করা যায়।

জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নে সাবেক ইউপি সদস্য দৌলত মেম্বার হত্যা মামলা প্রধান আসামী সহ অন্যান্য আসামীরা উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করে। একই সাথে আসামীদের ছবি ওসমান পরিবারের কয়েজনের সদস্যদের সোশাল মিডিয়া ফেসবুকে ঘুরে বেড়ায় প্রতিনিয়ত।

এতে অনেকেই মনে করছে ওসমান পরিবারের বলয়ে তারা গোগনগর সন্ত্রাসী ও খুনের ত্রাস বিরাজ করছে। এতে করে ওসমান পরিবারের নাম ক্ষুন্ন হচ্ছে বলে অভিমত ব্যক্ত করছেন গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অংগসংগঠনের নেতৃবৃন্দ।

সবশেষ সেই ওসমান পরিবারেরই একজন অন্যতম সদস্যের নির্বাচনী প্রচারনার উঠান বৈঠকের মঞ্চে তার পিছনেই দাঁড়িয়ে থাকতে দেখা গেছে গোগনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও কৃষকলীগ নেতা দৌলত হোসেন হত্যা মামলার প্রধান আসামি রুবেল মেম্বারকে।

সূত্রে জানা গেছে উচ্চ আদালতের (হাইকোর্ট) থেকে ৬ মাসের জামিন পায়  মামলার ১নং আসামী রুবেল মেম্বার।

এর আগে গত ২৬ জুন রাতে গোগনগর ইউপির সাবেক সদস্য দৌলত হোসেন মেম্বার ওষুধ কিনতে সিএনজিতে চড়ে চরসৈয়দপুর এলাকায় যাবার পথে পূর্ব শত্রুতার জেরে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। খবর পেয়ে স্বজনরা দৌলত হোসেনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় দৌলত মেম্বারের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে ২৭ জুন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় গোগনগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার রুবেল আহমেদ সহ ইমরান, রানা, হিমেল, শাওন, আমির সহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: