নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়ন এর পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি ) সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয়ের অফিসরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর আগেই শিক্ষকদের পক্ষ থেকে নব গঠিত কমিটির সভাপতি মোহাম্মদ নাজির হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় কমিটির অন্যান্য নেতৃবৃন্দকেও ফুল দিয়ে স্বাগত জানান শিক্ষকরা।
এর পরে আলোচনা সভার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়। সভায় অভিভাবক সদস্যদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে প্রস্তাব সমর্থনের মাধ্যমে বিদ্যুৎসাহী সদস্য হিসেবে তরুণ সমাজ সেবক এডভোকেট দিদার হোসেনকে মনোনীত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন জানান, স্কুল পরিচালনায় গত ১৩ ডিসেম্বর বুধবার এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ১ জন দাতা সদস্য ১ জন, অভিভাবক সদস্য পদে ৪ জন,সংরক্ষিত মাহিলা সদস্য পদে ১ জন, শিক্ষক প্রতিনিধি পদে ২ জন, সংরক্ষিত মহিলা শিক্ষিকা পদে ১ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন- প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মো.আজগর আলী,দাতা সদস্য মোহাম্মদ নাজির হোসেন, অভিভাবক সদস্য গণ,মো.আবুল বাদশা,মো.সিরাজুল ইসলাম মিন্টু,আবু তাহের জাহাঙ্গীর, সংরক্ষিত মহিলা সদস্য জেসমিন আক্তার, শিক্ষক প্রতিনিধিগণ তাপস কুমার মন্ডল ও মো. জাহাঙ্গীর হোসেন, সংরক্ষিত মহিলা শিক্ষিকা জেসমিন আরা জুই।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নাজির হোসেন বলেন, তিরি পূর্ব চরগড়কূল উচ্চবিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে নিরলসভাবে কাজ করে যাবেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার, মো.ফাহিম আলী, মো.আমিরুল ইসলাম, জেসমিন আরা জুইঁ, তাপস কুমার মন্ডল, মো.জাহাঙ্গীর হোসেন, মো. সামছুল হক,মো. বিলাল হোসেন,শাহনাজ পারভীন,সাইফুল্লাহ লিটন,মো.হোসাইন পাটুয়ারী, সানজিদা সুলতানা, অনুকূল রায়,মো. জয়নব আরা,রাশেদুল ইসলাম সহ অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।