শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন

চাষাঢ়ায় বাক প্রতিবন্ধীর জমি দখলে নিতে প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩২ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে মো. ওমর ফারুক (৫২) নামের এক বাক প্রতিবন্ধীর জমি দখলে নিতে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে। গত রোববার (২০ অক্টোবর) দুপুরে সদরের চাষাঢ়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. ওমর ফারুক নিজেই বাদী হয়ে গত ২১ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, সেনাবাহিনী, পুলিশ সুপার, সদর উপজেলা প্রধান নির্বাহী কর্মকর্তা ও সদর থানায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন আল-জয়নাল (৫৫), আব্দুল মতিন (৩০), মনির মৃধা (২০), আবু সাইদ (২৫), কবির (২০), সেলিম (৩৫), খোকন (২৫), ফারুক (২০), কামাল (৩৫)।

অভিযোগসূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর দুপুরে অভিযুক্তরা তার পৈতৃক সম্পত্তি থেকে তাকে উচ্ছেদের উদ্দেশ্যে আসে এবং তার বাড়ির পিছনের পশ্চিম অংশ জোরপূর্বক দখল করে টিনের বেড়া দিয়ে দেয়। এতে তার বসবাসের ঘরের পশ্চিম অংশের জানালা বন্ধ হয়ে যায় যাতে ঘরের ভিতরে থাকা কষ্টদায়ক হয়ে পড়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ তার ১নং বিবাদীর সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে এবং উক্ত বিষয়ে আদালতে একাধিক মামলাসহ বর্তমানে জেলা জজ আদালতে মামলা চলমান থাকলেও ১নং বিবাদী তার সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারায় লিপ্ত হয়ে তাদের উপর জোর জুলুমসহ বাড়ির একটি অংশ দখল করে নেয়। পরে তিনি ৯৯৯ এ কল করলে তাকে থানায় লিখিত অভিযোগ দাখিলের পরামর্শ দেন। ১নং বিবাদী তাদের দ্রুত ঘর বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন এবং ২ ও ৩নং বিবাদী অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পরিবারের সকলের গলা কেটে মাটি চাপা দিয়ে হত্যা ও গুম করবে বলে হুমকি প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: