শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন

ফতুল্লায় মাদক বিক্রেতাকে ‘ভালো’ সার্টিফিকেট দিলেন দারোগা!

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জ: ফতুল্লার মাসদাইর পাকাপুল এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা স্বপন। ফেনসিডিলসহ গ্রেফতারও হয়েছিলেন। সে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও তার সমন্ধি ভিকির পালিত ছিলো। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর রঙ বদলে নিজেকে বিএনপির লোক দাবি শুরু করে স্বপন। এরই মধ্যে চাঁদাবাজির অভিযোগও উঠেছে তর বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, কিশোর বয়স থেকেই মাদক, সন্ত্রাসসহ নানা অপরাধের সাথে জড়িত স্বপন জীবনে কোন কাজ করেনি। তবে ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান বলেছেন, ‘আগে মাদক বিক্রি করলেও এখন স্বপন ভালো হয়ে গেছে।’ ওই দারোগা এ কথা ওসির সামনেই বলেছেন।

ভুক্তভোগীদের একজন মাসদাইরের সামসুল হকের মেয়ে শিউলী আক্তার জানান, গত ১৮ অক্টোবর রাতে শোভন গ্রুপের মালিক আবু সিদ্দিক তার পালিত স্বপন-রনির নেতৃত্বে এক থেকে দেড়শ সন্ত্রাসীকে পাঠিয়ে আমাদের জায়গা থেকে সরে যেতে বলে। ওই সন্ত্রাসীরা আমাদের বলেছে ‘ এ জায়গা বস আবু সিদ্দিকের। আমরা যদি জায়গা না ছাড়ি আমাদেরকে কিলিং করে দিবে। আমরা অভিযোগ জানাতে ফতুল্লা থানায় গেলে ওসি সাহেবের সামনে এস আই মিজান বলেন, স্বপন আগে মাদক বিক্রি করলেও এখন ভালো হয়ে গেছে।

এ নিয়ে ফতুল্লা মডেল থানার এসআই মিজানের কাছে প্রশ্ন করা হয়, স্বপন যে ভালো মানুষ -সে কী কাজ করে ? জবাবে এসআই মিজান বলেন, আমি মোবাইল ফোনে কোন বক্তব্য দিবো না।

শিউলী আক্তার আরও জানান, সেদিন আরেক সন্ত্রাসী কেরানীগঞ্জ থেকে মাসদাইরে বাড়ি করা মুদি দোকানি ইব্রাহীম হাজীর ছেলে রনিকে ছিনতাইকারী বলে এসআই মিজান। তবে সেই রনির বিরুদ্ধে কোন রকম এ্যাকশন নিতে দেখা যায়নি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: