নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিসোর্টকান্ডের পর দায়ের করা ধর্ষণ মামলায় খালাস পেয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগমের আদালত এ রায় ঘোষণা করেন।
মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০২১ সালের ৩ এপ্রিল সোনারগাঁ রয়েল রিসোর্টে মামুনুল হককে অবরুদ্ধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরবর্তীতে হেফাজতের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মামুনুল হককে ছাড়িয়ে আনে। এসময় সোনারগাঁ উপজেলাজুড়ে হেফাজতের নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের বয়াপক সংঘর্ষ হয়।
এঘটনার পরে ৩০ এপ্রিল পুলিশ প্রহরায় মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে সোনারগাঁ থানায় হাজির করা হয়। পরবর্তীতে তিনি ধর্ষণের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।