নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ বন্দরে শিশু আরাফাত হত্যার খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাসির দাবীতে মানববন্ধ করেছে নিহতের পরিবার। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় নিহত আরাফাতের মা রিনজু বেগম বলেন, আমার বুকের মানিককে তারা গুম করে নির্মম ভাবে হত্যা করেছে। কান্নাজরিত কণ্ঠে তিনি বলেন, তারা আমাকে সন্তান হারা করেছে। আমার ছেলের হত্যাকারীদের ফাসি চাই। ন্যায় বিচার না পেলে আমরা আত্ম হত্যা করে এই দুনিয়া থেকে চলে যাবো। আমি প্রধানমন্ত্রীর কাছে আমার ছেলে হত্যার বিচার চাই।
উল্লেখ্য বন্দরের মদনপুর ইউনিয়নের লাউসার এলাকার একটি পুকুর থেকে ১৮ ডিসেম্বর মদনপুর ইউপির সাবেক সদস্য রফিকুল ইসলামের ছেলে আরাফাত রহমানের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ১৯ ডিসেম্বর রাতে নিহতের মা রিনজু বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় একই গ্রামের ইসলাম মিয়ার ছেলে রিপন মিয়াকে প্রধান আসামি করে। একই সাথে রাব্বিসহ আরো ৪-৫কে আজ্ঞাত আসামি করা হয়। আসামী রিপন লাউসার গ্রামের ইসলাম মিয়ার ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজদৌল্লোহ জানান, বন্দর উপজেলার লাউসার গ্রামের মদনপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম মনার ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র আরাফাত (১১) ১৫ ডিসেম্বর রাতে বাড়ির পাশেই বিজয় দিবসের কনসার্ট অনুষ্ঠানে যায়। কনসার্ট থেকে বাড়ি ফেরার পথে মো. ইসলাম মিয়ার ছেলে মো. রিপন মিয়াসহ অজ্ঞাত আরও কয়েকজন আরাফাতকে বাড়ির পাশে পরিত্যক্ত এক স্কুল ভবনে ধরে নিয়ে যায়। ওইখানে নিয়ে প্রথমে ইট দিয়ে আরাফাতের মাথা থেঁতলে দেয়। পরে গলা টিপে হত্যা করে বাড়ির পাশের পুকুরে লাশটি ফেলে দেয়। নিখোঁজের ৩ দিন পর শুক্রবার সকালে পুকুর থেকে আরাফাতের লাশ উদ্ধার করা হয়।
এদিকে আদালত পুলিশের পরিদর্শক (ওসি) আসাদুজ্জামান বলেন, আসামীকে ধরে এনে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।