শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন

তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪২৩ বার পড়া হয়েছে

তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। নির্বাচন হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রত্যেকটি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট হবে। মনোনয়নপত্র বাছাই আগামী বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার আগামী ১০ জানুয়ারি।

৬৪ পৌরসভায় নৌকা পেলেন যারা

রংপুর বিভাগ (৪টি পৌরসভা)

দিনাজপুরের হাকিমপুরে এন, এ, এম, জামিল হোসেন চলন্ত; নীলফামারীর জলঢাকায় মো. মোহসীন; কুড়িগ্রামের উলিপুরে মো. মামুন সরকার; গাইবান্ধার গোবিন্দগঞ্জে খন্দকার মো. জাহাঙ্গীর আলম।

রাজশাহী বিভাগ (১২টি পৌরসভা)

বগুড়ার ধুনটে টি, আই, এম নুরুন্নবী; শিবগঞ্জে তৌহিদুর রহমান মানিক; গাবতলীতে মো. মোমিনুল হক (শিলু); কাহালুতে মো. হেলাল উদ্দিন কবিরাজ; নন্দীগ্রামে মো. আনিছুর রহমান; চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর রহনপুরে মো. গোলাম রাব্বানী বিশ্বাস; নওগাঁর ধামইরহাটে মো. আমিনুর রহমান; নওগাঁয় (সদর)নির্মল কৃষ্ণ সাহা; রাজশাহীর

তানোরের মুন্ডুমালায় মো. আমির হোসেন (আমিন); মোহনপুরের কেশরহাট মো. শহিদুজ্জামান; নাটোরের সিংড়ায় মো. জান্নাতুল ফেরদৌস; পাবনায় (সদর)আলী মুর্তজা বিশ্বাস।

খুলনা বিভাগ (৯টি পৌরসভা)

চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনায় মো. মতিয়ার রহমান; ঝিনাইদহে হরিণাকুণ্ডুতে মো. ফারুক হোসেন; কোটচাঁদপুরে মো. শাহাজান আলী; যশোরের মনিরামপুরে কাজী মাহমুদুল হাসান; নড়াইলে (সদর) আঞ্জুমান আরা; কালিয়ায় মো. ওয়াহিদুজ্জামান (হীরা); বাগেরহাটের মোরেলগঞ্জে এস. এম. মনিরুল হক; খুলনার পাইকগাছায় সেলিম জাহাঙ্গীর; সাতক্ষীরার কলারোয়ায় মো. মনিরুজ্জামান।

বরিশাল বিভাগ (৮টি পৌরসভা)

বরগুনায় (সদর) মো. কামরুল আহসান (মহারাজ); পাথরঘাটায় মো. আনোয়ার হোসেন আকন; ভোলার বোরহানউদ্দিনে মো. রফিকুল ইসলাম; দৌলতখানে মো. জাকির হোসেন; বরিশালে গৌরনদীতে মো. হারিছুর রহমান; মেহেন্দিগঞ্জে কামাল উদ্দিন খান; ঝালকাঠির নলছিটিতে আ. ওয়াহেদ খাঁন; পিরোজপুরের নেছারাবাদ স্বরূপকাঠীতে মো. গোলাম কবির।

ঢাকা বিভাগ (১২টি পৌরসভা)

টাঙ্গাইলে (সদর) এস, এম সিরাজুল হক; মির্জাপুরে সালমা আক্তার; ভূঞাপুররে মো. মাসুদুল হক মাসুদ; সখিপুরে মো. আবু হানিফ আজাদ; মধুপুরে মো. সিদ্দিক হোসেন খান; কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. শওকত উসমান; মুন্সীগঞ্জে (সদর) মোহাম্মদ ফয়সাল; গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ তোজাম্মেল হক টুটুল; রাজবাড়ীর পাংশায় মো. ওয়াজেদ আলী; শরীয়তপুরের নড়িয়ায় মো. আবুল কালাম আজাদ; ভেদরগঞ্জে আবদুল মান্নান হাওলাদার; জাজিরায় অধ্যাপক আবদুল হক কবিরাজ।

ময়মনসিংহ বিভাগ (৮টি পৌরসভা)

জামালপুরের সরিষাবাড়ীতে মো. মনির উদ্দিন; শেরপুরের নকলায় মো. হাফিজুর রহমান; নালিতাবাড়ীতে মো. আবু বক্কর সিদ্দিক; ময়মনসিংহের ভালুকায় এ, কে, এম মেজবাহ্ উদ্দিন; ত্রিশালে মো. নবী নেওয়াজ সরকার; গৌরীপুরে মো. শফিকুল ইসলাম হবি; ঈশ্বরগঞ্জে মো. হাবিবুর রহমান; নেত্রকোনার দুর্গাপুরে মো. আলা উদ্দিন।

সিলেট বিভাগ (৩টি পৌরসভা)

সিলেটের গোলাপগঞ্জে মোহাম্মদ রুহেল আহমদ; জকিগঞ্জে মো. খলিল উদ্দিন; মৌলভীবাজারে (সদর) মো. ফজলুর রহমান।

চট্টগ্রাম বিভাগ (৮টি পৌরসভা)

কুমিল্লার লাকসাম মো. আবুল খায়ের; বরুড়ায় মো. বক্তার হোসেন; চৌদ্দগ্রামে মো. মীর হোসেন মীরু; চাঁদপুরের হাজীগঞ্জে আ. স. ম. মাহবুব-উল আলম; ফেনীতে (সদর) মো. নজরুল ইসলাম স্বপন; নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে আক্তার হোসেন; হাতিয়ায় কে, এম ওবায়েদ উল্যাহ; লক্ষ্মীপুরের রামগঞ্জে মো. আবুল খায়ের পাটওয়ারী।

বিডি-প্রতিদিন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: