নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর মাছ ঘাট এলাকা থেকে র্যাব ১১ অভিযান পরিচালনা করে ২০ জুয়ারিকে গ্রেপ্তার করেছে।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-১১) এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন ও সহকারী পুলিশ সুপার সমিনুল এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন।
তিনি জানান, জুয়ার আসর থেকে ৯ হাজার ৪শত ৫০ টাকা, দেশি বিদেশী তাস, ১০ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সাথে ইয়াবা সেবনের সামগ্রী সহ ২০ জুয়ারীকে গ্রেফতার করা হয়।
নগরবাসি জানান, ঘাট সংলগ্ন পরিত্যাক্ত স্থানে বহুদিন ধরেই বড় শারজাহান ও ছোট শারজাহানের নেতৃত্বে চলছিল রমরমা জুয়ার আসর।
অথচ জুয়ার আসর থেকে প্রায় ২০০ গজ দুরেই অবস্থিত নারায়ণগঞ্জ সদর মডেল থানা। সচেতন মহল থেকে প্রশ্ন উঠেছে থানার পাশে কি করে অপরাধীরা জুয়ার আসর পরিচালনা করার সাহস পায়।