নিজস্ব প্রতিবেদক:
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, নারায়ণগঞ্জকে নিয়ে আমরা একগুচ্ছ স্বপ্ন দেখতে চাই। একই সাথে তা বাস্তবায়ন করতে চাই। নারায়ণগঞ্জের ইতিহাস বরগুনা থেকে অনেক বেশি সমৃদ্ধ। এখানে যারা কাজ করে তারা পরীক্ষিত। নারায়ণগঞ্জে বড় একটি ফ্লাইওভার নির্মাণের জন্য সরকারের কাছে প্রস্তাবনা দেয়া আছে। ফ্লাই ওভারটি হলে নারায়ণগঞ্জ থেকে হানিফ ফ্লাইওভার হয়ে ঢাকায় পৌঁছানো যাবে। অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড দিকে ওঠানামা করতে পারবে।
মঙ্গলবার সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক মোস্তাইন বলেন, এখানকার সোনারগাঁ পানাম নগর, জিন্দা পীরের মাজার এইগুলো কিন্তু আমাদের ইতিহাস। ওই জায়গাগুলোকে তুলে ধরার জন্যে নারায়ণগঞ্জ থেকে আমরা একটি আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি। যেখানে সারা পৃথিবী থেকে নারায়ণগঞ্জের যেকোনো ছবি দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এখান থেকে শ্রেষ্ঠ ২শ’ ছবি নিয়ে আমরা একটি টুরিস্ট এ্যালবাম করতে চাই। যাতে করে নারায়ণগঞ্জের ইকো টুরিজমট এবং সমৃদ্ধ ইতিহাস সারা বিশ্বে ছড়িয়ে পরে।
ডিসি বলেন, বর্তমানে নারায়ণগঞ্জে আমার অর্জন শূন্য। আমরা ইতিবাচকভাবে যাত্রা শুরু করতে চাই। যেখান থেকে একটি ইতিবাচক স্বপ্নময় নারায়ণগঞ্জ গড়ে উঠবে। আমি এখানে কাজ করতে চাই। কাজ করার জন্য এখানে এসেছি। আপনারা আমাকে সহযোগিতা করবেন। সকলে সহযোগিতা নিয়ে আমি নারায়ণগঞ্জকে এগিয়ে নিতে চাই। আমরা প্রশাসন পরিবার, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, মিডিয়া কর্মী সবাই মিলে যেন ভালো একটি টিম গঠন করতে পারি, সেই প্রত্যাশা রাখছি। সব মিলিয়ে আমরা একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়তে চাই সেক্ষেত্রে সদর উপজেলা অগ্রণী ভূমিকা রাখবে।
পরে সদর উপজেলার উদ্যোগে ২০ টি অটিজম শিশুকে হুইল চেয়ার ও ৭ জন সচিবকে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার দেয়া হয়।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিন, বক্তাবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলী, কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন মোহাম্মদ আলী, সিদ্ধিরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) রেজা মো. গোলাম মাসুম প্রধান, ফতুল্লার সহকারী কমিশনার (ভূমি) আজিজুর রহমান প্রমুখ।